For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টিতে ৯ হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন ভারতের জামাই

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নয়া মাইলস্টোন শোয়েব মালিকের। এলিট ক্লাবে ঢুকে পড়লেন ভারতের জামাই শোয়েব মালিক। কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে নয় হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন শোয়েব।

  • |
Google Oneindia Bengali News

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নয়া মাইলস্টোন শোয়েব মালিকের। এলিট ক্লাবে ঢুকে পড়লেন ভারতের জামাই শোয়েব মালিক। কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধে নয় হাজার রানের ক্লাবে ঢুকে পড়লেন শোয়েব।

সবধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে শোয়েব এখন কত নম্বরে

শুধু তাই নয়, সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে সর্বাধিক রান হাঁকানোর বিচারে চার নম্বরে রয়েছেন শোয়েব মালিক। রবিবার, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে গায়ানা অ্য়ামাজন ওয়ারিয়ার্স বনাম বার্বাডোস ত্রি়ডেন্সের ম্যাচে গায়ানা দলের অধিনায়ক শোয়েব ৩২ রান হাঁকান। এই রানের সুবাদে সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৯ হাজার রানের গণ্ডি পার করে গেলেন শোয়েব। বর্তমানে তার রান সংখ্যা ৯০১৪ রান।

টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান কার?

ক্রিস গেইল- সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৬ ম্যাচ খেলে ১৩০৫১ রান রয়েছে গেইলের। ইউনিভার্স বসের সংগ্রহ ২২টি শতরান ও ৮০টি অর্ধশতরান।

একনজরে প্রথম চারে কারা

সব ধরনের টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে একনজরে প্রথম চার
১) ক্রিস গেইল ৩৮৬ ম্যাচে সংগ্রহ ১৩০৫১ রান
২) ব্রেন্ডন ম্যাকালাম ৩৬৪ ম্যাচে সংগ্রহ ৯৯২২রান
৩) কাইরন পোলার্ড ৪৪২ ম্যাচে সংগ্রহ ৯৭৫৭রান
৪) শোয়েব মালিক-৩৩৫ ম্যাচে সংগ্রহ ৯০১৪ রান

English summary
shoaib malik Joins elite club, scores 9000 runs in t20 cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X