For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট ও সচিনের ৫৮তম শতরানের মধ্যে ৪টি অদ্ভুত মিল রয়েছে, জানেন কি

ট্রেন্ট ব্রিজে বিরাট যে শতরান করলেন তার সঙ্গে সচিনের ১৭ বছর আগে করা শতরানের অদ্ভুত মিল রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি। ভারত তথা ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। সচিন সর্বকালের সেরাদের দলে ইতিমধ্যে জায়গা পেয়েছেন। আর বিরাট এখনও অনেকদিন খেলবেন ঠিকই তবে এখন থেকেই তাঁকে 'অল টাইম গ্রেট' দের তালিকায় রাখতে শুরু করে দিয়েছেন বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ। সচিন কেরিয়ারে ১০০টি শতরান করেছেন। বিরাট ত্রিশ বছর পেরোনোর আগেই ৫৮টি শতরানে পৌঁছে গিয়েছেন। ট্রেন্ট ব্রিজে বিরাট যে শতরান করলেন তার সঙ্গে সচিনের ১৭ বছর আগে করা শতরানের অদ্ভুত মিল রয়েছে।

দুটো শতরানই ইংল্যান্ডের বিরুদ্ধে

দুটো শতরানই ইংল্যান্ডের বিরুদ্ধে

সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি দুজনেই তাঁদের ৫৮তম কেরিয়ার শতরান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০০১ সালে ইংল্যান্ডের ভারত সফরের সময় আহমেদাবাদে সচিন ১০৩ (১৯৭ বলে) রান করেন। এদিকে বিরাটও ট্রেন্ট ব্রিজে একই বলে সমসংখ্যক রান করেছেন।

চার নম্বরে ব্যাটিং

চার নম্বরে ব্যাটিং

টেস্টে সচিন যেমন চার নম্বরে ব্যাটিং করতেন তেমনই বিরাটও এই পজিশনে ব্যাট করেন। ২০০১ সালে দুই ওপেনার দীপ দাশগুপ্ত ১৭ ও শিব সুন্দর দাস ৪১ রানে ফেরত গেলে সচিন ব্যাট করতে নামেন। এদিকে বিরাটও দুই ওপেনার কেএল রাহুল ৩৬ ও শিখর ধাওয়ান ৪৪ রানে ফেরত গেলে চার নম্বরে ব্যাট করতে নামেন।

শতরানের পার্টনারশিপ

শতরানের পার্টনারশিপ

সচিন সেই ম্যাচে আহমেদাবাদে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে ব্যাট করে শতরানের পার্টনারশিপ গড়েন। লক্ষ্ম সেই ম্যাচে ৭৫ রান করে ফেরত যান। কোহলিও ট্রেন্ট ব্রিজ ম্যাচে পূজারার সঙ্গে শতরানের পার্টনারশিপ গড়েন। ৭২ রান করে ফেরত যান পূজারা। দুজনে মিলে ১১৩ রান করেন।

চার মেরে শতরানে পৌঁছনো

চার মেরে শতরানে পৌঁছনো

সচিন আহমেদাবাদে চার মেরে ২৭তম টেস্ট শতরানে পৌঁছন। সবমিলিয়ে ৫৮তম শতরান ছিল তাঁর। এদিকে কোহলিও ট্রেন্ট ব্রিজে ২৩তম টেস্ট শতরানে পৌঁছন চার হাঁকিয়ে। তারপরও সচিন দেশের হয়ে ৪২টি শতরান আরও করেছিলেন। কোহলি কতগুলি করেন, সেটাই দেখার।

English summary
Similarities between Virat Kohli and Sachin Tendulkar's 58th test hundred
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X