For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি, বিরাট-ইনজামামকে ছুঁলেন স্মিথ, ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা

৭১তম অ্যাসেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসালেন স্টিভ স্মিথ।

  • |
Google Oneindia Bengali News

৭১তম অ্যাসেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শতরান হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসালেন স্টিভ স্মিথ। প্রায় ১৬ মাসের নির্বাসন কাটিয়ে ২২ গজে ফেরা প্রাক্তন অজি অধিনায়ক একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে বেশ কয়েকটি নজিরের মালিকও হলেন। স্মিথের ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সঙ্গে তাঁর তুলনা টানতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
বিরাট-ইনজামামকে ছোঁয়া

বিরাট-ইনজামামকে ছোঁয়া

এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে কম ইনিংস খেলে ২৪টি সেঞ্চুরির মালিক হওয়ার তালিকায় দুই নম্বরে উঠে এসেছিলেন স্টিভ স্মিথ। পিছনে ফেলেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও রান মেশিন বিরাট কোহলিকে। তালিকার এক নম্বরে রয়েছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান। এবার একই টেস্টের দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের ঘরে পৌঁছে ২৫টি শতরানের মালিক হলেন প্রাক্তন অজি অধিনায়ক। ছুঁলেন ভারতের বিরাট কোহলি (২৫টি শতরান) ও পাকিস্তানি লেজেন্ড ইনজামাম উল হককে (২৫টি শতরান)।

পঞ্চম অস্ট্রেলিয়ান

পঞ্চম অস্ট্রেলিয়ান

একই টেস্টের দুই ইনিংস সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ানদের তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন স্টিভ স্মিথ। এটি একটি সম্মানজনক নজির।

অ্যাসেজে সেঞ্চুরি

অ্যাসেজে সেঞ্চুরি

সব মিলিয়ে অ্যাসেজে স্টিভ স্মিথের সেঞ্চুরির সংখ্যা বেড়ে হল ১০। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক স্টিভ ওয়া-কে (১০টি শতরান) ধরলেন স্মিথ। তাঁদের সামনে রয়েছেন ইংল্যান্ডের জ্যাক হোবস (১২টি শতরান) ও স্যার ডন ব্র্যাডম্যান (১৯টি শতরান)।

ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা

৭১তম অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই স্টিভ স্মিথের লড়াকু শতরানে খুশি হয়েছেন তাঁর ফ্যানরা। প্রাক্তন অজি অধিনায়কের ব্যাট করার ধরন দেখে অনেকে তো স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তাঁর তুলনা করে বসেছেন। অনেকে আবার সেটিকে বাড়াবাড়ি বলেও আখ্যা দিয়েছেন।

ডনের রেকর্ড

উল্লেখ্য ১৯৩০ সালের অ্যাসেজ সিরিজে সর্বোচ্চ ৯৭৪ রান বানিয়েছিলেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। এখনও পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। ২০১৯ অ্যাসেজের প্রথম টেস্টেই প্রায় তিনশোর কাছাকাছি রান করে ফেলেছেন স্টিভ স্মিথ। প্রাক্তন অজি অধিনায়ক ব্র্যাডম্য়ানের সেই রেকর্ড ভাঙতে পারবেন কিনা, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

English summary
Simth equals Virat and Inzamam after reaching three figure in 2nd innings also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X