For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিম্বাবোয়েকে টি-টোয়েন্টিতে হারিয়ে ইতিহাস রচনা করল সিঙ্গাপুর


 ঘরের মাঠে জিম্বাবোয়েকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল সিঙ্গাপুর। আইসিসি-র কোনও ফুল মেম্বার দেশের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক জয় হাসিল করল এশিয়ার এই উঠতি ক্রিকেট দল।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে জিম্বাবোয়েকে টি-টোয়েন্টি ম্যাচে হারিয়ে নতুন অধ্যায়ের সূচনা করল সিঙ্গাপুর। আইসিসি-র কোনও ফুল মেম্বার দেশের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক জয় হাসিল করল এশিয়ার এই উঠতি ক্রিকেট দল।

গুজরাতের মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠক

গুজরাতের মুখ্যমন্ত্রী ঠিক করতে বৈঠক

গুজরাতের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে চেয়েছেন আনন্দীবেন প্যাটেল। তাঁর পরে কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো যায় তা চূড়ান্ত করতেই বিজেপির সংসদীয় কমিটির বৈঠক বসবে।

আগে ব্যাটে সিঙ্গাপুর

আগে ব্যাটে সিঙ্গাপুর

সিঙ্গাপুরে চলতে থাকা ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তাদের থেকে অপেক্ষাকৃত শক্তিশালী জিম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর। বৃষ্টির জন্য উভয় ইনিংসে দুই ওভার করে কমে যাওয়া ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে সিঙ্গাপুর। তবে তাদের কোনও ব্যাটসম্য়ানই ৫০ রান পেরোতে পারেননি। টিম ডেভিড ও মনপ্রীত সিং-র ৪১, এই ম্যাচে সিঙ্গাপুরের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

সৌদিতে ভিকে সিং

সৌদিতে ভিকে সিং

সৌদি আরবে নানা কারণে বিপদে পড়া ভারতীয়দের সাহায্য করতে জেড্ডায় পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং।

জিম্বাবোয়ের জবাব

জিম্বাবোয়ের জবাব

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবোয়ের ওপেনার রেগিস চাকাভা ১৯ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। যদিও ম্যাচ দুর্দান্ত ভাবে ফিরেও আসে সিঙ্গাপুর। সিন উইলিয়ামসের ৬৬ ও টিনোটেন্ডার ৩২ রানও জিম্বাবোয়ের হার আটকাতে পারেননি। সিঙ্গাপুরের হয়ে ২টি করে উইকেট নেন অধিনায়ক আমজাদ মাহাবুব ও ঝনক প্রকাশ।

রাজ্যসভায় পেশ হবে জিএসটি বিল

রাজ্যসভায় পেশ হবে জিএসটি বিল

এদিন রাজ্যসভায় পেশ হবে জিএসটি বিল। এই বাদল অধিবেশনেই জিএসটি পাশ হবে বলে আশা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

 সিঙ্গাপুরের নতুন অধ্যায়

সিঙ্গাপুরের নতুন অধ্যায়

এর আগে সীমিত ওভারের ক্রিকেটে আইসিসি-র কোনও ফুল মেম্বার দেশকে হারাতে সক্ষম হয়নি সিঙ্গাপুর। জিম্বাবোয়েকে হারিয়ে এই প্রথমবার সেই নজির গড়ল এশিয়ার এই দেশ।

ব্রিজ ভাঙল হাইওয়েতে

ব্রিজ ভাঙল হাইওয়েতে

মুম্বই-গোয়া হাইওয়েতে একটি ব্রিজ ভেঙে পড়েছে। ঘটনায় বহু হতাহত হতে পারে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে।

সোনিয়া অনেকটা সুস্থ

সোনিয়া অনেকটা সুস্থ

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা এখন অনেকটা স্থিতিশীল। মঙ্গলবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য দলের প্রচারে অংশ নিতে বারাণসী গিয়ে রোড শো চলাকালীন অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস সভানেত্রী।

দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং এমিরেটস বিমানের

দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং এমিরেটস বিমানের

তিরুবন্তপুরমের একটি এমিরেটস বিমান দুবাইতে ক্র্যাশ-ল্যান্ডিং করল। খুব অল্পের জন্য প্রাণে বাঁচল বোয়িং ৭৭৭-এর ২৭৫ জন যাত্রীরা। বুধবার দুপুর ১২ টা ৪৫ নাগাদ এয়ারবাসটি দুবাইয়ের বিমানবন্দরে অবতরণ করে। অবতরণ করার সময় পিছনের অংশ ভর দিয়ে রানওয়েতে নামে বিমানটি। সেই সময়ে বিমানের ডানদিকের ডানায় আগুন ধরে যায়।

নরসিংহকে নিয়ে সিদ্ধান্ত নেবে ওয়াডা

নরসিংহকে নিয়ে সিদ্ধান্ত নেবে ওয়াডা

ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) কুস্তিগীর নরসিংহ যাদবের উপর থেকে ডোপিংয়ের অভিযোগ তুলে নিলেও, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) এই রায় খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হল ৬

ডেঙ্গুতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৬। আক্রান্ত হয়েছেন সাড়ে আটশোর বেশি মানুষ। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির চারপাশ পরিষ্কার রাখার জন্য আমজনতাকে আবেদন জানিয়েছেন।

জিএসটি বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু

জিএসটি বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু

জিএসটি বিল নিয়ে রাজ্যসভায় আলোচনা শুরু হল। বিল পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। এবারের বাদল অধিবেশনেই জিএসটি বিল পাশ হবে বলে আশাবাদী কেন্দ্র।

নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড

নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন কমিউনিস্ট পার্টি নেতা প্রচণ্ড ওরফে পুষ্ম কমন দাহাল।

সালাহউদ্দিনের বিক্ষোভ

সালাহউদ্দিনের বিক্ষোভ

সার্কের বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এর বিরুদ্ধে পাকিস্তানে বিক্ষোভ দেখাল হিজবুল মুজাহিদিন নেতা সঈদ সালাহউদ্দিন।

English summary
Singapore makes history by beating Zimbabwe in T20 match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X