For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবারের বিশ্বকাপেও ব্যাটসম্যান নম্বর ১ 'স্যার ভিভ'

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৫ মার্চ : তিনি নেই আবার তিনি আছেন। ভালোভাবেই আছেন। তিনি 'স্যার ভিভ' মানে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ধ্বংসাত্মক ব্যাটসম্যান স্যার ভিভিয়ান রিচার্ডস। অবসরের ২৪ বছর পরও এবারের বিশ্বকাপে সমান প্রাসঙ্গিক 'স্যার ভিভ'।

কীভাবে এবারের বিশ্বকাপেও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে? আসুন জেনে নিই।

এবারের বিশ্বকাপেও ব্যাটসম্যান নম্বর ১ 'স্যার ভিভ'


এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সংযুক্ত আরব আমিরশাহির শাইমন আনোয়ার। তাঁকেই আমিরশাহি দলের সতীর্থরা ভালোবেসে 'স্যার ভিভ' বলে ডাকেন।

আরব আমিরশাহির অধিনায়ক মহম্মদ তৌকির জানিয়েছেন, আনোয়ারের চূড়ান্ত আত্মবিশ্বাস ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্যই ভিভিয়ান রিচার্ডসের সঙ্গে তাঁর তুলনা করে দলের সতীর্থরা।

এবারের বিশ্বকাপে বড় দলগুলির তারকাদের ছাপিয়ে ৪ ম্যাচে ৬৭.৫০ গড়ে আনোয়ারের সংগ্রহ ২৭০ রান, স্ট্রাইক রেট ১০০। নিজের দল ৪ টি ম্যাচের সবকটিতে হারলেও শাইমন আনোয়ার নিজে প্রত্যেক ম্যাচে রান পেয়েছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে একমাত্র শতরানও পেয়েছেন তিনি।

English summary
'Sir Viv' remains a prolific scorer at WC 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X