For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৭-এ পা দিলেন সৌরভ, আবেগতাড়িত শেহবাগ কী বললেন

না, ইংল্যান্ড বিশ্বকাপে কোনও ব্যাটসম্য়ানের বানানো রান নয়, ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৭তম জন্মদিনকে এভাবেই দেখছে সোশ্যাল মিডিয়া।

  • |
Google Oneindia Bengali News

৪৭ নট আউট!

না, ইংল্যান্ড বিশ্বকাপে কোনও ব্যাটসম্য়ানের বানানো রান নয়, ভারতের ক্রিকেটীয় লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৭তম জন্মদিনকে এভাবেই দেখছে সোশ্যাল মিডিয়া।

৪৭-এ পা দিলেন সৌরভ, আবেগতাড়িত শেহবাগ কী বললেন

এর পিছনে নির্দিষ্ট কারণও আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ১১ বছর আগেই। শুধুমাত্র ভালোবাসা থেকেই এখনও পর্যন্ত ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় তরুণ ক্রিকেটারদের অনুপ্রেরণা। ক্রিকেটার হিসেবে তাঁর হার না মানা লড়াই এখনও ফ্যানদের কাছে শিক্ষণীয়।

লর্ডসে জীবনের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানো দিয়ে শুরু হয় দাদাগিরি। ম্যাচ ফিক্সিংয়ে জর্জরিত ভারতীয় দলের ব্যাটন যখন তাঁর হাতে তুলে দেওয়া হয়, তখন কেউ ভাবেননি যে বেহালার এই তনয় কী করে দেখাতে চলেছেন। রাতারাতি দলের খোলনোলচে পাল্টে ভারতীয় ক্রিকেটে নবজাগরণ আনা সৌরভ ঐতিহাসিক লর্ডসে যখন জার্সি উড়িয়ে স্পর্ধা দেখিয়েছিলেন, তখন ঘুরে দাঁড়িয়েছিল দেশ। বহির্বিশ্বে ভারতীয় ক্রিকেটের সদম্ভ পদচারণা শুরু হয়েছিল সেই লহমা থেকেই।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Happy Birthday to a 56” Captain , Dada <a href="https://twitter.com/SGanguly99?ref_src=twsrc%5Etfw">@SGanguly99</a> !<br>56 inch chest, <br>8th day of the 7th month, 8*7 = 56 and a World Cup average of 56. <a href="https://twitter.com/hashtag/HappyBirthdayDada?src=hash&ref_src=twsrc%5Etfw">#HappyBirthdayDada</a> , May God Bless You ! <a href="https://t.co/Dcgj9jrEUE">pic.twitter.com/Dcgj9jrEUE</a></p>— Virender Sehwag (@virendersehwag) <a href="https://twitter.com/virendersehwag/status/1148046315546390530?ref_src=twsrc%5Etfw">July 8, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দেশকে বিশ্বকাপ উপহার দিতে পারেননি ঠিকই। কিন্তু মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিং, জাহির খানদের বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া সৌরভই যে ভারতীয় ক্রিকেটের চাণক্য, তা বোঝা যায় ২০১১ সালে। সেবার ধোনির হাতে বিশ্বকাপ উঠলেও, সেই ভারতীয় দলের প্রতিটি ইঞ্চিতে যে ছিল মহারাজেরই হাতের ছোঁয়া, তা স্বীকার করে ক্রিকেট বিশ্ব।

এহেন ক্রিকেট ব্যক্তিত্বের ৪৭তম জন্মদিনে তাঁকে নিজস্ব স্টাইলে অভিনন্দন জানাতে ভোলেননি সৌরভ অনুগামী বীরেন্দ্র শেহবাগ। লর্ডসের ব্যালকনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ওড়ানোর ছবির পাশে তাঁর বিশ্বকাপের রেকর্ড যুক্ত করে টুইটারে পোস্ট করেছেন বীরু। তাঁর নিচে লিখেছেন, 'শুভ জন্মদিন ৫৬ ইঞ্চির ক্যাপ্টেন, দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়! ৫৬ ইঞ্চির ছাতি।' মোট তিনটি বিশ্বকাপে প্রায় ৫৬-র গড়ে ১০০৬ বানিয়েছেন মহারাজ। তা নিয়েও আকর্ষণীয় টুইট করেছেন বীরেন্দ্র শেহবাগ।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য ভক্ত।

English summary
Social media getting flooded with birthday wishes for Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X