For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যগ্রহণের জন্য ২ ঘণ্টা দেরিতে শুরু রঞ্জি ট্রফির ম্যাচ, কোথায় কার খেলা

সূর্যগ্রহণের জেরে দেরিতে শুরু হল বৃহস্পতিবারের রঞ্জি ট্রফির ম্যাচ। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়।

  • |
Google Oneindia Bengali News

সূর্যগ্রহণের জেরে দেরিতে শুরু হল বৃহস্পতিবারের রঞ্জি ট্রফির ম্যাচ। নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। খেলা শুরু হওয়ার কথা ছিল সাড়ে ৯টায়। আদতে শুরু হয়েছে সকাল সাড়ে ১১টায়।

সূর্যগ্রহণের জন্য ২ ঘণ্টা দেরিতে শুরু রঞ্জি ট্রফির ম্যাচ, কোথায় কার খেলা

দেশের দাক্ষিণাত্যের রাজ্যগুলির মানুষ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছেন অন্য়দের থেকে গভীরভাবে। সেসব এলাকা এবং সেই সঙ্গে দেশের অন্যান্য প্রান্তে চলতে থাকা ১৭টি রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিনের খেলা দেরিতে শুরু হয়।

ঘরের মাঠে রেলওয়েজের মুখোমুখি হয়েছে মুম্বই। অন্যদিকে রাজকোটে উত্তরপ্রদেশের মুখোমুখি হয়েছে সৌরাষ্ট্র। সূর্যগ্রহণের জন্য এই দুটি ম্যাচে বিশেষ করে বিধিনিষেধ আরোপ করা হয়। বিসিসিআই-র নির্দেশ মেনে নেওয়ার ক্ষেত্রে কোনও দ্বিধা করেনি দেশের রঞ্জি খেলিয়া দলগুলিও। তাদের কথায়, মহাজাগতিক ক্রিয়াকলাপের ওপর কারও কোনও হাত থাকে না।

এক নজরে রঞ্জিতে কার বিরুদ্ধে কোথায় খেলছে কোন দল :

১) মিজোরাম বনাম পণ্ডিচেরি (ভিডিওকন অ্যাকাডেমি গ্রাউন্ড, কলকাতা)।

২) বাংলা বনাম অন্ধ্রপ্রদেশ (ইডেন গার্ডেন্স, কলকাতা)।

৩) ওড়িশা বনাম ঝাড়খণ্ড (কটক)।

৪) সিকিম বনাম নাগাল্যান্ড (কেআইআইটি স্টেডিয়াম, ভুবনেশ্বর)।

৫) অরুণাচলপ্রদেশ বনাম মণিপুর (জালান আউটডোর স্টেডিয়াম, ডিব্রুগড়)।

৬) কর্নাটক বনাম হিমাচলপ্রদেশ (মাইসোর)।

৭) বিহার বনাম গোয়া (মইন-উল-হক স্টেডিয়াম, পাটনা)।

৮) সার্ভিসেস বনাম ত্রিপুরা (পালাম এ স্টেডিয়াম, দিল্লি)।

৯) দিল্লি বনাম হায়দরাবাদ (অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লি)।

১০) মহারাষ্ট্র বনাম ছত্তিশগড় (মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়াম, পুনে)।

১১) ঝাড়খণ্ড বনাম হরিয়ানা (কেনান স্টেডিয়াম, জামশেদপুর)।

১২) গুজরাত বনাম কেরালা (লালভাই কন্ট্রাকটর স্টেডিয়াম, সুরাত)।

১৩) বিদর্ভ বনাম পাঞ্জাব (বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, নাগপুর)।

১৪) মধ্যপ্রদেশ বনাম তামিলনাড়ু (হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর)।

১৫) মুম্বই বনাম রেলওয়েজ (ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)।

১৬) সৌরাষ্ট্র বনাম উত্তরপ্রদেশ (রাজকোট)।

১৭) জম্মু ও কাশ্মীর বনাম আসাম (জম্মু)।

English summary
Solar Eclipse cause in delay of Ranji Trophy matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X