For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শারজাহতে আইপিএলের রেকর্ড এবং পরিসংখ্যান কী বলছে, দেখে নেওয়া যাক

শারজাহতে আইপিএলের রেকর্ড এবং পরিসংখ্যান কী বলছে, দেখে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

আগামী ১৯ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। যে তিন মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলি হবে, তার মধ্যে অন্যতম শারজাহ। এই মাঠে আইপিএলের রেকর্ড এবং পরিসংখ্যানে চোখ বুলিয়ে নেওয়া যাক।

শারজহে আইপিএলের ম্যাচ

শারজহে আইপিএলের ম্যাচ

বিশ্বের দশম আন্তর্জাতিক মাঠ হিসেবে আইপিএলের ম্যাচ আয়োজন করার সুযোগ পায় সংযুক্ত আরব আমিরশাহীর শারজাহ। এই মাঠে এখনও পর্যন্ত ৬টি আইপিএল ম্যাচ হয়েছে বলে জানাচ্ছেন পরিসংখ্যানবিদরা।

১০০ শতাংশ রেকর্ড

১০০ শতাংশ রেকর্ড

শারজাহতে হওয়া ৬টি আইপিএল ম্যাচের পরিসংখ্যান কিংস ইলেভেন পাঞ্জাব, কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের জয়ের হার একশো শতাংশ। এই মাঠে দুটি ম্যাচ জিতেছে প্রীতি জিন্টার দল। ১টি করে ম্যাচ জিতেছে কেকেআর ও সিএসকে।

ম্যান অফ দ্য ম্যাচ

ম্যান অফ দ্য ম্যাচ

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে শারজাহে দুটি আইপিএল ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দুটি ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন অজি।

পার্থিবের রেকর্ড

পার্থিবের রেকর্ড

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান ধরলে, এই মাঠে উইকেটের পিছনে দাঁড়িয়ে সবচেয়ে বেশিবার ব্যাটসম্যানকে আউট করেছেন (২ বার) পার্থিব প্যাটেল। এক ম্যাচে সবচেয়ে বেশিবার ব্যাটসম্যানকে আউট করার (২ বার) রেকর্ডও রয়েছে পার্থিবের ঝুলিতে।

সর্বাধিক অর্ধশতরান ও সর্বোচ্চ স্কোর

সর্বাধিক অর্ধশতরান ও সর্বোচ্চ স্কোর

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলিতে মোট ৮টি অর্ধশতরান হয়েছে। সর্বাধিক অর্ধশতরান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের (২ বার) ঝুলিতে। শাহজাহে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান ধরলে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর (৯৫) ম্যাক্সওয়েলেরই।

সর্বাধিক ছক্কা

সর্বাধিক ছক্কা

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলিতে মোট ৭৬টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (১৫টি)।

সর্বাধিক ও সর্বনিম্ন দলগত স্কোর

সর্বাধিক ও সর্বনিম্ন দলগত স্কোর

শারজাহে হওয়া আইপিএল ম্যাচগুলির মধ্যে সর্বনিম্ন স্কোর রয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ঝুলিতে। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ১২১ রানে অল-আউট হয়েছিল এসআরএইচ। সর্বাধিক স্কোর কিংস ইলেভেন পাঞ্জাবের। টুর্নামেন্টে দুই বার ১৯৩ রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েলরা।

সর্বাধিক উইকেট

সর্বাধিক উইকেট

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান ধরলে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার। তাঁর ঝুলিতে রয়েছে ৫ উইকেট।

সেরা স্পেল

সেরা স্পেল

শারজাহে আইপিএলের এক ম্যাচে সবচেয়ে ভালো বোলিং করেছেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার লক্ষ্মীপতি বালাজি। কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন বালাজি।

ক্রিকেট মাঠের সামাজিক দূরত্ব ভুলে রুটের সঙ্গে হ্যান্ডসেক আজহার আলিরক্রিকেট মাঠের সামাজিক দূরত্ব ভুলে রুটের সঙ্গে হ্যান্ডসেক আজহার আলির

English summary
Some important Indian Premier League records in the ground of Sharjah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X