For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

কাল অর্থাৎ শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। এই মাঠেই হওয়া কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ ও রেকর্ডের দিকে নজর ফেরানো যাক।

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

১) ১৮৬৪ সালে তৈরি হওয়া এই মাঠে প্রথমে দর্শক ধরত ৪০ হাজার। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে মাঠটি ভেঙে নতুন করে তৈরি করা হয়। সেই ইডেনে এক লক্ষ মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারতেন। ২০১১-র ক্রিকেট বিশ্বকাপের আগে আইসিসি-র নির্দেশে ইডেন গার্ডেন্সে দর্শকাসন কমিয়ে ৬৭ হাজার করা হয়।

২) ১৯৭৭ সালে এই মাঠেই মোহনবাগানের বিরুদ্ধে নিউ ইয়র্ক কসমস ক্লাবের হয়ে ফুটবল খেলে যান ব্রাজিলের কিংবদন্তী পেলে।

৩) ১৯৮০ সালে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হাই-ভোল্টেজ ম্যাচকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা থেকে রক্তাক্ত হয়েছিল ইডেন গার্ডেন্স। দুই দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে তৈরি হওয়া বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

৪) ইডেন গার্ডেন্সেই ১৯৮৪ সালের নেহরু কাপে আর্জেন্টিনা, পোল্যান্ড, চিন, রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছিল ভারতীয় ফুটবল দল।

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

৫) ১৯৮৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। এক লক্ষ গর্জনের মধ্যে ইংল্যান্ডকে ৭ উইকেটে ম্যাচ হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। উপমহাদেশে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপের ফাইনাল পেয়ে বিশেষ মর্যাদার অধিকারি হয়েছিল মায়াবী ইডেন।

৬) কলকাতার এই মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ভারতের ক্রিকেটীয় লেজেন্ড কপিল দেব।

৭) ২০০১ সালে ইডেন গার্ডেন্সেই প্রথম ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই কৃতিত্বের অধিকারি হয়েছিলেন ভাজ্জি।

৮) উপরোক্ত ম্যাচেই ফলো-অন পেয়েও স্টিভ ওয়া নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দল। ওই ম্যাচে ২৮১ রানের ইনিংস খেলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড়ের (১৮০) সঙ্গে তাঁর ৩৭০ রানের পার্টনারশিপ হয়েছিল।

৯) ২০০৫ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার পর রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন ভারতীয় দল, ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলে। ওই ম্যাচ ১০ উইকেটে হারে ভারত। ম্যাচ জুড়ে টিম ইন্ডিয়াকে 'শেম শেম' আওয়াজ শুনতে হয়। টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ কলকাতার দর্শকদের উদ্দেশে কু-ইঙ্গিত করেন।

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

১০) ২০১৩ সালে ইডেন গার্ডেন্সেই সচিন তেন্ডুলকরের কেরিয়ারের ১৯৯তম টেস্টের আসর বসেছিল। ওই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরের টেস্ট খেলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

১১) ১৫০তম প্রতিষ্ঠা বার্ষিকিতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একদিনের ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে। এই ম্যাচেই ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। যা ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান।

১২) ২০১৬-র টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল কলকাতার ইডেন গার্ডেন্সে। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন ক্যারিবিয়ানরা।

১৩) ২০১৭ সালে এই ইডেনেই তৃতীয় ভারতীয় বোলার হিসেবে ওয়ান ডে-তে হ্যাটট্রিক করেছিলেন চায়নাম্যান কুলদীপ যাদব।

মায়াবী ইডেনের সঙ্গে জুড়ে থাকা কিছু উল্লেখযোগ্য ম্যাচ, এক নজরে দেখে নিন

১৪) ১৯৯৭ সালের মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ইডেন গার্ডেন্সে। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

১৫) ২০১৬ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয় ইডেনে। অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

English summary
Some important information about Eden Gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X