For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল নিলাম ২০২০ : কোন কোন ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস

তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত বারের টুর্নামেন্ট রানার্সও বটে। লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির দল কাকে ধরে রেখেছে কিংবা নিলামে কোন কোন ক্রিকেটারকে নেওয়ার জন্য ঝাঁপাবে তা এক নজরে দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

তিন বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস গত বারের টুর্নামেন্ট রানার্সও বটে। লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির দল কাকে ধরে রেখেছে কিংবা নিলামে কোন কোন ক্রিকেটারকে নেওয়ার জন্য ঝাঁপাবে তা এক নজরে দেখে নেওয়া যাক।

আইপিএল নিলামে কোন কোন ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে চেন্নাই সুপার কিংস

১) অবশিষ্ট তহবিল : ১৪.৬০ কোটি টাকা

২) অবশিষ্ট স্থান : ২ বিদেশি সহ ৫টি স্থান অবশিষ্ট রয়েছে দলে।

৩) দল : এমএস ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, আম্বাতি রায়ডু, মুরলী বিজয়, ঋুতুরাজ গায়েকোয়াড়, শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভও, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, মনু কুমার, এন জগদীশন, হরভজন সিং, করণ শর্মা, ইমরান তাহির, দীপক চাহার ও কেএম আসিফ।

৪) কোন ক্রিকেটারদের নেওয়া লক্ষ্য : অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ব্রেন্ডন কিং, এভিন লুইস ও কুসল পেরেরা।

৫) চাহিদা : শেন ওয়াটসনকে সঙ্গ দেবেন এমন পাওয়ার হিটিং ওপেনারকে দলে নিতে চায় চেন্নাই সুপার কিংস।

৬) শক্তি : আগের মতো ততটা ক্ষিপ্রতা না থাকলেও ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের সম্পদ। একই সঙ্গে অস্ট্রেলিয় ওপেনার শেন ওয়াটসন, ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভো, বাঁ-হাতি সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, ভারতীয় পেসার দীপক চাহার ও টার্বুনেটর হরভজন সিং এই দলের অন্যতম শক্তি।

আইপিএল নিলাম ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক আইপিএল নিলাম ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের পরিসংখ্যান এক নজরে দেখে নেওয়া যাক

আইপিএল নিলাম ২০২০: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে কত টাকা? কেন চাপে আরসিবি, বিশ্লেষণআইপিএল নিলাম ২০২০: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পকেটে কত টাকা? কেন চাপে আরসিবি, বিশ্লেষণ

English summary
Some informations about Chennai Super Kings of IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X