For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেস্টে ভারত ও বাংলাদেশের কিছু স্মরণীয় ম্যাচে চোখ বুলিয়ে নিন


 বূহস্পতিবার মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়াম বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। তার আগে দেখে নিন দুই দলের মধ্যে হওয়া কিছু স্মরণীয় টেস্ট ম্যাচ।

  • |
Google Oneindia Bengali News

বূহস্পতিবার মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়াম বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত। তার আগে দেখে নিন দুই দলের মধ্যে হওয়া কিছু স্মরণীয় টেস্ট ম্যাচ।

২০০০-এ প্রথম টেস্ট খেলে বাংলাদেশ

২০০০-এ প্রথম টেস্ট খেলে বাংলাদেশ

২০০০ সালে ঢাকায় তাদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। টিম ইন্ডিয়ার অধিনায়ক হওয়ার পর ওই ম্যাচই ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম টেস্ট। ওই ম্যাচে ভারতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল জাহির খানের। বাংলাদেশের বিরুদ্ধে ওই টেস্ট ম্যাচ ৯ উইকেটে জিতেছিল ভারত।

২০০৪-র বড় জয়

২০০৪-র বড় জয়

২০০৪ সালে ফের ঢাকায় টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ম্যাচ এক ইনিংস ও ১৪০ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। ওই ম্য়াচেই লেজেন্ড কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেট টপকে গিয়েছিলেন লেগ স্পিনার অনিল কুম্বলে। ৩৪টি শতরান করে সুনীল গাভাস্করকে ধরেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

২০০৪-র দ্বিতীয় টেস্ট

২০০৪-র দ্বিতীয় টেস্ট

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে তাঁর কেরিয়ারের ১৮তম টেস্ট শতরান (১৬০) এসেছিল। শতরান করেছিলেন গৌতম গম্ভীরও (১৩৯)। এক ইনিংস ও ৮৩ রানে ম্যাচ জিতেছিল ভারত।

মিশন ২০০৭

মিশন ২০০৭

২০০৭ সালে ঢাকাকে রাহুল দ্রাবিড় নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ভারতের হয়ে ম্যাচে শতরান করেন দীনেশ কার্তিক (১২৯), ওয়াসিম জাফর (১৩৮), রাহুল দ্রাবিড় (১২৯) ও সচিন তেন্ডুলকর (১২২)। ম্যাচ এক ইনিংস ও ২৩৯ রানে জিতেছিল ভারত।

২০১৭-র টেস্ট

২০১৭-র টেস্ট

দুই বছর আগে হায়দরাবাদে ভারতের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দ্বিশতরান করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচ ২০৮ রানে জিতেছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে টেস্টে ২৫০ উইকেটের মালিক হয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন।

English summary
Some memorable clash between India and Bangladesh in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X