For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাদার ৪৮তম জন্মদিনে ৪৮টি আম্ফান বিধ্বস্ত পরিবারের পাশে সৌরভ-ভক্তরা

দাদার ৪৮তম জন্মদিনে ৪৮টি আম্ফান বিধ্বস্ত পরিবারের পাশে সৌরভ-ভক্তরা

  • |
Google Oneindia Bengali News

আগে থেকেই ঠিক ছিল। সেই মতো বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে দাদার ছবি দেওয়া মাস্ক বিলির পাশাপাশি ৪৮টি আম্ফান বিধ্বস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মহারাজ-ভক্তরা। তাঁদের মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের সব স্তরের মানুষ। ঠিক কী উদ্যোগ নিয়েছেন মহারাজের দরবারে গ্রুপের সদস্যরা, তা জেনে নেওয়া যাক।

মহারাজের ৪৮তম জন্মদিনে বিশেষ উদ্যোগ

মহারাজের ৪৮তম জন্মদিনে বিশেষ উদ্যোগ

ঘোষণা করা হয়েছিল আগেই। সেই মতো বিসিসিআই সভাপতি তথা দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার শহরের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন তাঁর ভক্তরা। করোনা ভাইরাসের আবহে কর্তব্যে অবিচল পুলিশ কর্মী এবং দুঃস্থ মানুষদের দাদার ছবি দেওয়া মাস্ক বিলি করেন মহারাজের দরবারে গ্রুপের সদস্যরা। পরে তাঁরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেন। ভক্তদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মহারাজ নিজে।

আম্ফান বিধ্বস্তদের পাশে সৌরভ-ভক্তরা

আম্ফান বিধ্বস্তদের পাশে সৌরভ-ভক্তরা

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছবি দেওয়া মাস্ক বিলি ছাড়াও তার সিংহভাগ বাজারে বিক্রিও করেন মহারাজের দরবারে গ্রুপের সদস্যরা। তা থেকে অর্জিত অর্থ রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ৪৮টি আম্ফান বিধ্বস্ত পরিবারের জন্য ত্রাণ সংগ্রহে কাজে লাগান সৌরভ-ভক্তরা। দাদার ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে ওই ৪৮ দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

মাস্ক সম্পর্কে তথ্য

মাস্ক সম্পর্কে তথ্য

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর ছবি দেওয়া ১০০টি মাস্ক তৈরি করেছিলেন মহারাজের দরবারে গ্রুপের সদস্যরা। ৯৬ টাকা করে ধার্য করা হয়েছিল প্রতিটি মাস্কের দাম। ১৯৯৬ সালে ভারতীয় দলের জার্সিতে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন মহারাজ। তা মাথায় রেখেই মাস্কের দাম ৯৬ ধার্য করা হয়েছিল বলে জানিয়েছেন ওই গ্রুপের এক সদস্য।

সব বিক্রি হয়ে গিয়েছে

সব বিক্রি হয়ে গিয়েছে

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিনে তাঁর ছবি দেওয়া সব মাস্কই বিক্রি হয়ে গিয়েছে বলে দাবি তাঁর ভক্তদের। মহারাজের প্রতি মানুষের আবেগ এবং ভালোবাসার জন্যই তা সম্ভব হয়েছে বলে মনে করেন মহারাজের দরবারে গ্রুপের সদস্যরা।

English summary
Sourav Ganguly fans helps 48 Amphan affected families on DADA's birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X