For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের হয়ে সৌরভের কীর্তি টপকানোর পর বিরাটকে কী বলে শুভেচ্ছা জানালেন মহারাজ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে শতরান হাঁকিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কীর্তি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। বিরাটের নজিরের পর তাঁকে এবার টুইটে শুভেচ্ছা জানালেন মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে শতরান হাঁকিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কীর্তি ছাপিয়ে গিয়েছেন বিরাট কোহলি। বিরাটের নজিরের পর তাঁকে এবার টুইটে শুভেচ্ছা জানালেন মহারাজ।

সৌরভের কোন রেকর্ড ভাঙলেন বিরাট

সৌরভের কোন রেকর্ড ভাঙলেন বিরাট

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ম্যাচে ১২৫ বলে ১২০রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। ঝড়ো ইনিংস সাজানো ছিল ১৪টি চার ও ১টি ছয় দিয়ে। এই ইনিংসের সুবাদেই ভারতীয়দের মধ্যে ওডিআইতে সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়কে পিছনে ফেলে দিলেন বিরাট।

একনজরে ওডিআই ক্রিকেটে সৌরভ বনাম বিরাট

৩০০ ওডিআই ইনিংস খেলে মহারাজের সংগ্রহ ছিল ১১৩৬৩ রান। সৌরভের থেকে ৭১ ইনিংস কম খেলে(২২৯ ইনিংস) সৌরভকে টপকে ১১৪০৬ রান করলেন। সৌরভকে টপকে যাওয়ায় ভারতীয়দের মধ্যে ওডিআইতে সর্বোচ্চ রান প্রাপকদের তালিকায় ২ নম্বরে উঠে এলেন ভিকে। ৪৫২ ইনিংসে ১৮৪২৬ ওডিআই রান হাঁকিয়ে শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর।

বিরাটের প্রশংসায় কী বললেন সৌরভ

কোহলির ব্যাটে দুরন্ত সেঞ্চুরি দেখে দেশের প্রাক্তন অধিনায়ক টুইটে লিখেছেন,'ওয়ান ডে ক্রিকেটে বিরাট সত্যিই মাস্টার! হোয়াট এ ক্রিকেটার!'

English summary
Sourav Ganguly praise Virat Kohli after his 42nd ton, and breaking sourav's record
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X