For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আশঙ্কজনক হয়ে আইসিইউতে প্রধানমন্ত্রী, আরোগ্য কামনায় সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনায় আশঙ্কজনক হয়ে আইসিইউতে প্রধানমন্ত্রী, আরোগ্য কামনায় সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

এবার করোনা ভাইরাসের মারণ থাবার কবলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাঁকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানানো হয়েছে।

আশঙ্কায় প্রধানমন্ত্রী

তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। সঙ্কটজনক অবস্থায় থাকার কথা ৫৫ বছরের বরিস জনসন খোদ ট্যুইট করে জানিয়েছেন। গত ২৭ মার্চ প্রথমবার তাঁর নমুনা পরীক্ষা পজিটিভ আসে। তারপর থেকে হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রধানমন্ত্রী।

আরোগ্য কামনা করলেন সৌরভ

বরিস জনসনকে নিয়ে উদ্বেগের খবর শুনেই চিন্তা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ট্যুইটারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, 'বরিস জনসনের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে খুব খারাপ লাগছে।ব্রিটিশ প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি।'

সচেতন রয়েছেন জনসন

গত ২৭ মার্চ থেকে করোনায় সংক্রমিত হয়ে বরিস জনসন গৃহবন্দি ছিলেন। রবিবার প্রবল জ্বর থাকায় হোম কোয়ারেন্টাইন থেকে তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।সোমবার সন্ধ্যার পর থেকে এরপর তাঁর অবস্থার কিছুটা অবনতি ঘটে। তারপরই জনসনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে ভর্তি রয়েছেন জনসন।

লন্ডনের হাসপাতালের সূত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও, জনসন এখনও সচেতন রয়েছেন, সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে রাখার প্রয়োজন আসেনি। এখন তাঁকে শুধুই আইসিইউতে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

টুইটে করলেন প্রধানমন্ত্রী মোদী

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আরোগ্য কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন। টুইটে মোদী লেখেন 'তুমি দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে বিশ্বাস রাখি।'

English summary
Sourav Ganguly prayed for his speedy recovery for UK Prime Minister Boris Johnson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X