For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ-দ্রাবিড়ের পার্টনারশিপ! এনসিএতে বৈঠক দুই প্রাক্তন সতীর্থের

বুধবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) চিফ দেশের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক সারলেন বোর্ডের নতুন প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বুধবার ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) চিফ দেশের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের সঙ্গে বৈঠক সারলেন বোর্ডের নতুন প্রেডিসেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ-দ্রাবিড়ের পার্টনারশিপ! এনসিএতে মুখোমুখি দুই প্রাক্তন সতীর্থ

একসময়ে দেশের জার্সিতে বহু যুদ্ধের নায়ক ছিলেন দুই ক্রিকেটার। পার্টনারশিপে বহু ম্যাচ বার করেছেন।এবার দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আলোচনায় সৌরভ-দ্রাবিড়।

বেঙ্গালুরুতে এনসিএ-র সেন্টারে এদিন দ্রাবিড়ের সঙ্গে বৈঠক করেন মহারাজ। সেখানেই আগামী দিনে এনসিএ-র রোডম্যাপ কী হবে ঠিক করে ফেলেন দুই প্রাক্তন সতীর্থ। প্রসঙ্গত চলতি বছরের জুলাইয়ে এনসিএ-র দায়িত্ব নিয়েছিলেন দেশের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়।

এই মুহূর্তে কর্ণাটক সরকারের পক্ষ থেকে বিমানবন্দরের কাছে বোর্ডের ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমি ১৫ একর জমি পেয়েছে। সেই জমিতেই এনসিএ-র সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করার কথা। অন্যদিকে মে মাসের সরকারের সঙ্গে ২৫ একরের জমির চুক্তি সেরেছে বিসিসিআই। সব মিলিয়ে এই মুহূর্তে এনসিএ-র জন্য বোর্ডের হাতে ৪০ একর জমি রয়েছে। সেই নিয়ে এদিন দ্রাবিড়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন সৌরভ।

পাশাপাশি বোর্ডের এনসিএ-র ভূমিকা নিয়েও সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা উঠেছে। ঋদ্ধিমানের চোট সারতে বেশি সময় লাগা থেকে পৃথ্বী শয়ের ডোপ টেস্টে ফেল করার ক্ষেত্রে সাবধান না হওয়ায় এনসিএ-র ভূমিকা নিয়ে অতীতে প্রশ্ন উঠেছে। যা নিয়ে এদিন বোর্ডের দুই কর্তার মধ্যে আলোচনা হয়। সবমিলিয়ে এনসিএ-র মানের উন্নতির দিকে জোড়় দিতে চেয়েছেন সৌরভ।

English summary
Sourav Ganguly, Rahul Dravid discuss to improve National Cricket Academy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X