For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সচিন-হরভজনের 'এপ্রিল-ফুল ডে' রসিকতা কেমন ছিল, জানালেন সৌরভ

সচিন-হরভজনের 'এপ্রিল-ফুল ডে' রসিকতা কেমন ছিল, জানালেন সৌরভ

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সতীর্থদের সম্পর্ক কতটা নিবিড় ছিল, তার পরিচয় পাওয়া গিয়েছে বারবার। নেতা সৌরভ সহ-খেলোয়াড়দের প্রতি কতটা বন্ধু-সুলভ ছিলেন, তা যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, সচিন তেন্ডুলকর, আশিস নেহরাদের কথায় বারবার উঠে এসেছে। ঘনিষ্ঠতা এতটাই ছিল যে মহারাজকে নিয়ে রসিকতা করার কোনও সুযোগই ছাড়তেন না জুনিয়ার। সে সংক্রান্ত এক ঘটনার কথা স্মরণ করেছেন বিসিসিআই সভাপতি, যার উল্লেখ আগেই করেছিলেন যুবি-ভাজ্জিরা।

দাদাকে এপ্রিল ফুল

দাদাকে এপ্রিল ফুল

এর আগে একাধিক সাক্ষাৎকার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বোকা বানানোর কথা জানিয়েছিলেন হরভজন সিং ও যুবরাজ সিং। জানিয়েছিলেন, সচিন তেন্ডুলকরের সহযোগিতায় তাঁরা পরিস্থিতি ইচ্ছাকৃত ভাবে এতটাই গম্ভীর বানিয়েছিলেন যে হতাশ হয়ে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথাও নাকি বলেছিলেন মহারাজ।

খারাপ ফর্ম

খারাপ ফর্ম

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজের কোনও এক ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত মহারাজ আপন খেয়ালে আবিষ্ট ছিলেন। সেই সুযোগে পয়লা এপ্রিল যে কেউ তাঁকে বোকা বানাতে পারেন, তা তিনি ভাবতেই পারেননি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। কিন্তু সেদিন সচিন তেন্ডুলকর, হরভজন সিং-রা তাঁকে চমকে দিয়েছিলেন বলে জানিয়েছেন মহারাজ।

কী ঘটেছিল

কী ঘটেছিল

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সেদিন টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ঢুকে তিনি সম্পূর্ণ অন্যরকম পরিবেশ লক্ষ্য করেছিলেন। তিনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সচিন তেন্ডুলকর ও হরভজন সিং-র নেতৃত্বে গোটা দল একদিকে দাঁড়িয়ে পড়েছিল বলে জানিয়েছেন মহারাজ। তাঁর বিরুদ্ধে সহ ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর বিবৃতি দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। এ ব্যাপারে তাঁকে নিউজ পেপার কার্টিং দেখানো হয়েছিল (যা পরিকল্পিত ভাবে তৈরি করা হয়েছিল) বলেও জানিয়েছেন বিসিসিআই। যদিও তিনি সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছিলেন বলে জানিয়েছেন সৌরভ। সতীর্থদের বলেছিলেন, অজান্তে কোনও ভুল করে থাকলে তিনি টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত। সৌরভ জানিয়েছেন, তিনি হতাশ হয়ে নিজের চেয়ারে বসতেই বাকিরা 'এপ্রিল ফুল' বলে চেঁচিয়ে উঠেছিলেন।

ভালোই হয়েছিল

ভালোই হয়েছিল

ওই ঘটনা তাঁকে উদ্বুদ্ধ করেছিল বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অনুভব করেছিলেন, যে ক্রিকেটারদের তিনি নেতৃত্ব দিচ্ছেন, তাঁরা সত্যিই বিপদের সময় তাঁর পাশে দাঁড়াতে প্রস্তুত।

ফ্যানেদের মন ভালো করা ফুটবল উপহার বায়ার্ন মিউনিখের, বড় ব্যবধানে জয়ফ্যানেদের মন ভালো করা ফুটবল উপহার বায়ার্ন মিউনিখের, বড় ব্যবধানে জয়

English summary
Sourav Ganguly recalls the instance of his team's April fool prank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X