For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কালজয়ী সিনেমাই সৌরভের চোখে 'অল টাইম ফেভারিট'

ক্রিকেটার থেকে প্রশাসক জীবনে ছুটি পেলে সিনেমা দেখতে ভালোবাসেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটার থেকে প্রশাসক জীবনে ছুটি পেলে সিনেমা দেখতে ভালোবাসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর ব্যস্ততার ফাঁকে খুব একটা সময় পাননা কিন্তু, পরিবার সঙ্গে থাকলে ইচ্ছে হলে সিনেমার পর্দায় চোখ রাখেন। এবার নিজের পছন্দের সেরা সিনেমার নাম জানালেন মহারাজ।

সৌরভের চোখে কোন সিনেমা ফেভারিট

সৌরভের চোখে কোন সিনেমা ফেভারিট

এক অনুষ্ঠানে পছন্দের সিনেমা নিয়ে প্রশ্ন করার কোনও দ্বন্দ্বে না গিয়ে একবাক্যে কালজয়ী 'শোলে' সিনেমার নাম করেছেন সৌরভ। বোর্ড প্রেসিডেন্ট বলেন, 'আমার কাছে শোলে সিনেমা অল টাইম ফেভারিট।'

আজও সমান জনপ্রিয় শোলে

আজও সমান জনপ্রিয় শোলে

ভারতীয় চলচিত্রের ইতিহাসে রমেশ সিপ্পি নির্দেশিত শোলে বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া এই সিনেমা এখনও ভারতীয় সিনেমাপ্রেমীদের মনে আলোড়ন তোলে। জয়-বীরু থেকে শুরু করে গব্বরের হিট ডায়লগ আজও লোকের মুখে মুখে ঘোরে।

শোলের কোন দুই চরিত্র সৌরভের সবচেয়ে ফেভারিট

শোলের কোন দুই চরিত্র সৌরভের সবচেয়ে ফেভারিট

সৌরভ বলেছেন, সিনেমায় অমিতাভ বচ্চন অভিনীত জয় ও আমজাদ খান অভিনীত গব্বর, এই চরিত্র দুটি তাঁর চোখে সবচেয়ে পছন্দের চরিত্র। অভিনয়ের সুযোগ এলে এই দুই চরিত্রে নিজেকে দেখতে চান বলে সৌরভ জানিয়েছেন। যদিও পরে তিনি বলেছেন, অভিনয় করার ক্ষেত্রে তিনি একেবারেই পারদর্শী নন। প্রসঙ্গত পর্দায় দাদাগিরি শোয়ের হোস্ট হিসেবে দারুণ জনপ্রিয় সৌরভ।

English summary
Sourav Ganguly reveals his favourite movie and character like to play on screen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X