For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কেড়ে নিল অস্ট্রেলিয়ায় স্বপ্ন! বিরাটদের পাঁচ টেস্ট খেলা কী সম্ভব? কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

করোনা কাটলে অস্ট্রেলিয়ায় বিরাটরা কী পাঁচ টেস্ট খেলবে? কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় নড়ে গিয়েছে ক্রিকেটদুনিয়া। ভাইরাসের মারণ সংক্রমণের কারণে বিশ্বজুড়ে সংকট। ফলে দেশে দেশে ম্যারাথন লকডাইন বন্ধ ক্রিকেট-ফুটবল-খেলার জগৎ।

করোনার গ্রাসে ক্রিকেট

করোনার গ্রাসে ক্রিকেট

করোনা উদ্বেগে ক্রিকেটে এভাবে দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্বের প্রতিটি ক্রিকেট সংস্থা এখন আর্থিক ক্ষতির সামনে দাঁড়িয়ে।

ভারত ছাডা় অন্য দেশে বেতনে হ্রাস

ভারত ছাডা় অন্য দেশে বেতনে হ্রাস

ফলে দেশে দেশে এখন ক্রিকেটারদের বেতন কমানো নিয়ে ক্রিকেট বোর্ডগুলি সিদ্ধান্তে আসতে চাইছে।

অস্ট্রেলিয়ার প্রস্তাব

অস্ট্রেলিয়ার প্রস্তাব

এই পরিস্থিতি ভারতের অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে পক্ষে প্রস্তাব ক্রিকেট অস্ট্রেলিয়ার। বছরের শেষে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলার কথা ভেবেছিল অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস বিসিসিআইয়ে সেই প্রস্তাব দিয়েছিলেন।

সৌরভের মত

সৌরভের মত

ভারতের অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজ সম্ভব নয় বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ​সৌরভ গঙ্গোপাধ্যায়।

কোথায় বাধা

কোথায় বাধা

সভাপতি সৌরভের মতে, আরও একটা টেস্ট জুড়তে সিরিজ দীর্ঘ হবে। সফরের মেয়াদ অনেক বেশি হয়ে যাবে বলে মত বিসিসিআই সুপ্রিমোর।

বোর্ড প্রেসিডেন্ট যা বলেছেন

বোর্ড প্রেসিডেন্ট যা বলেছেন

এক সর্বভারতীয় ইংরেজি দৈনিকে সৌরভ জানিয়েছেন, 'পাঁচ টেস্টের আশা নেই। মনে হয় না যে ভারত পাঁচ টেস্টের সিরিজে অংশ নিতে পারবে। সফরে শুরু তো টেস্ট নেই সীমিত ওভারের সিরিজও রয়েছে।'

কেন সম্ভব নয়, কী মত সৌরভের

কেন সম্ভব নয়, কী মত সৌরভের

সৌরভ আরও বলেন, 'ক্রিকেটসূচি বাদ দিয়েও আরও ১৪ দিনের কোয়রান্টাইন গাইডলাইন রয়েছে। সব মিলিয়ে পাঁচ টেস্ট খেলা হলে, সফর স্বাভাবিকভাবেই দীর্ঘ হবে।'

English summary
Sourav Ganguly rules out 5 Tests against Australia due to 14 days quarantine guidelines due to Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X