For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রানের পাহাড়ে থেকেও ভারতের ওয়ান ডে দল থেকে বাদ পড়ার আক্ষেপ যাচ্ছে না মহারাজের

বিপুল রান করেও ভারতের ওয়ান ডে দল থেকে বাদ পড়ার আক্ষেপ যাচ্ছে না মহারাজের

  • |
Google Oneindia Bengali News

ঝুরি ঝুরি রান করেও ভারতের ওয়ান ডে দল থেকে তাঁকে বাদ পড়তে হয়েছিল। সেই আক্ষেপ এখনও তাড়িয়ে বেড়ায় বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাঁর দাবি, সুযোগ পেলে দেশের হয়ে তিনি আরও রান করতে পারতেন। তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি বলেও জানিয়েছেন মহারাজ।

আক্ষেপ যায়নি মহারাজের

আক্ষেপ যায়নি মহারাজের

২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতের ওয়ান ডে দল থেকে আচমকাই বাদ দেওয়া হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই ঘটনা যে তাঁকে আঘাত করেছিল, তা খোলাখুলি ভাবেই জানিয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর বক্তব্য, যে সময়ে তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিল, তখন তিনি ওই বছরের সর্বাধিক রান সংগ্রাহকদের একজন ছিলেন। সৌরভের কথায়, সেখান থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে পারফরম্যান্স যেমনই হোক, একবার ক্রিকেটারের থেকে মঞ্চ কেড়ে নেওয়া হলে, তাঁর আর প্রমাণ করার কিছু থাকে না।

টিম ইন্ডিয়ার হয়ে আরও খেলতে পারতেন

টিম ইন্ডিয়ার হয়ে আরও খেলতে পারতেন

তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে আরও দুটি ওয়ান ডে সিরিজ খেলার সুযোগ দেওয়া হলে দেশের হয়ে আরও রান করতেন বলে দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ২০০৮ সালে নাগপুরে কেরিয়ারের শেষ আন্তর্জাতিক তথা টেস্ট ম্যাচ খেলেছিলেন মহারাজ। আরও দুটি টেস্ট সিরিজ খেলার সুযোগ পেলে তিনি ভারতের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স করতে পারতেন বলেও দাবি বিসিসিআই সভাপতির।

সৌরভের বিতর্কিত অবসর

সৌরভের বিতর্কিত অবসর

২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞদের একটা অংশ। যদিও এরপর চুটিয়ে আইপিএল ও ঘরোয়া ক্রিকেট খেলে গিয়েছেন বিসিসিআই সভাপতি। ২০১১ সালে বাইশ গজকে পাকাপাকিভাবে বিদায় জানিয়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

সৌরভের কেরিয়ার

সৌরভের কেরিয়ার

ভারতের হয়ে ১১৩টি টেস্ট, ৩১১টি ওয়ান ডে ম্যাচ খেলা সৌরভ গঙ্গোপাধ্যায় দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন। ৩৮টি আন্তর্জাতিক শতরানের মালিক মহারাজ। টেস্টে তাঁর সর্বোচ্চ স্কোর ২৩৯।

সৌরভের সাফল্য আসতোই না যদি না এই ঘটনা ঘটত, বললেন প্রাক্তনী অরুণ লালসৌরভের সাফল্য আসতোই না যদি না এই ঘটনা ঘটত, বললেন প্রাক্তনী অরুণ লাল

English summary
Sourav Ganguly says that he was dropped from Team India despite scoring heavily
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X