For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ইনিংস শুরুর আগে স্বার্থের সংঘাত ইস্যুতে কী বললেন সৌরভ

ক্রিকেটার, অধিনায়ক, সিএবি'র প্রশাসকের পর এবার দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি! চুম্বকে দেশের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেটার, অধিনায়ক, সিএবি'র প্রশাসকের পর এবার দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি! চুম্বকে দেশের অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মুম্বইয়ে বোর্ডের অফিসে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন সৌরভ । এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন,'এই পদে আসার জন্য কোনও মোহ ছিল না। বোর্ডের পক্ষ থেকেই আমাকে বেছে নেওয়া হয়েছে। নতুন চ্যালেঞ্জ গ্রহণ করলাম। '

নতুন ইনিংস শুরুর আগে স্বার্থের সংঘাত ইস্যুতে কী বললেন সৌরভ

সেই সঙ্গে বোর্ডের স্বার্থের সংঘাত ইস্যু নিয়ে এদিন মুখ খুলেছেন সৌরভ। বোর্ডের প্রেসিডেন্ট পদপার্থী মহারাজ বলেন, 'দেশের ক্রিকেট বোর্ডের উন্নতিই আমার প্রধান লক্ষ্য।এখানে নিজের ব্যক্তিগত কোনও স্বার্থ নেই। এখন স্বার্থের সংঘাত ইস্যুতে ক্রিকেটারদের প্রতি মুহূর্তে চিঠি ধরানোর নতুন একটা প্রথা শুরু হয়েছে। যেকারণে অনেকেই এখন বোর্ডের পদে আসার আগে কয়েকবার সেই নিয়ে আলোচনা করে।'

সঙ্গে সৌরভ আরও বলেন, 'এই মুহূর্তে আমি একাধিক যোগ্য প্রাক্তন ক্রিকেটারের নাম বলতে পারি, যারা বোর্ডে এলে আখেড়ে বিসিসিআইয়েরই লাভ হবে। কিন্তু স্বার্থের সংঘাতের অদ্ভূত দ্বন্দ্বের কারণে তারা এগিয়ে আসতে চায়না।'

English summary
sourav ganguly set to be bcci president, Conflict of interest issue needs to be sorted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X