For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে নতুন চ্যালেঞ্জ নেবেন, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বোর্ড প্রেসিডেন্ট পদের জন্য মুম্বইয়ে আজ দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন চ্যালেঞ্জ নেবেন, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

বোর্ড প্রেসিডেন্ট পদের জন্য মুম্বইয়ে আজ দুপুরে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন চ্যালেঞ্জ নেবেন, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ বলেছেন, 'রবিবার রাত সাড়ে দশটা পর্যন্তও বোর্ডের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দেব, জানতাম না। সবটাই দ্রুত হয়েছে।' এখন নতুন দায়িত্বে চ্যালেঞ্জ নিতে চাই।

আর কী বললেন সৌরভ

আর কী বললেন সৌরভ

মহারাজ বলেন, 'সভাপতি হতে পারাটা দারুণ সুযোগ। দেশের হয়ে ক্রিকেট খেলেছি। এরপর জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। আর আজ দেশের ক্রিকেট সংস্থার সভাপতি। এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ।'

অধিনায়কত্ব বেশি চ্যালেঞ্জের

অধিনায়কত্ব বেশি চ্যালেঞ্জের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেছেন, 'দেশের হয়ে অধিনায়কত্ব করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল। তবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে বিসিসিআইয়ের ভাবমূর্তিকে নতুনরূপে প্রতিষ্ঠা করাটা চ্যালেঞ্জের।'

জরুরি অবস্থা থেকে বোর্ডকে বার করাই লক্ষ্য

জরুরি অবস্থা থেকে বোর্ডকে বার করাই লক্ষ্য

ভারকীয় ক্রিকেট প্রশাসনে এটা অন্যতম গুরুত্বপূর্ণ সময়। শেষ তিন বছরে বিসিসিআইতে যেন জরুরী অবস্থা চলছে। সেই ছবিটাই পাল্টানো প্রথম কাজ। অনেক পরিকল্পনা রয়েছে। বছরের পর বছরে বিশ্বের সেরা ক্রিকেট বোর্ড বিসিসিআই। সেই গৌরব ফেরানোই আমার চ্যালেঞ্জ।

প্রথম শ্রেণীর ক্রিকেটে গুরুত্ব দেওয়া হবে

প্রথম শ্রেণীর ক্রিকেটে গুরুত্ব দেওয়া হবে

সৌরভ জানিয়ে দিয়েছেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে বেশি গুরুত্ব দেওয়া হবে। মাঠে ভারতীয় ক্রিকেট দারুণ খেলছে। মাঠের বাইরে এবার প্রশাসক হিসেবে ভারতীয় ক্রিকেটের উন্নতি করাই এবার আমাদের প্রধান লক্ষ্য হবে।

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কোনও ইচ্ছাই ছিল না

বোর্ড প্রেসিডেন্ট হওয়ার কোনও ইচ্ছাই ছিল না

মুম্বইয়ে বোর্ডের অফিসে সৌরভ পরিষ্কার করে দেন, 'সত্যি কথা বলতে, বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য আমার কোনও লোভ নেই। কোনও রাজনৈতিক নেতার সঙ্গে এই নিয়ে আলোচনা হয়নি। বোর্ডের কাউকেও আমি প্রেসিডেন্ট হওয়া নিয়ে আবেদন করিনি। বোর্ডে যারা রয়েছে, তারা আমাকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে। এবার নিজের সেরাটা দেওয়ার পালা।

English summary
Sourav Ganguly set to be BCCI President, says never expressed aspirations for this post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X