For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই-র সভাপতি হতে চলেছেন সৌরভ, সচিব অমিত শাহের পুত্র জয়

সর্বসম্মতিক্রমে বিসিসিআই-র নতুন সভাপতি পদে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

সর্বসম্মতিক্রমে বিসিসিআই-র নতুন সভাপতি পদে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার রাতে মুম্বই-তে বিসিসিআই -র বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ক্রিকেট প্রশাসক হিসেবে অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও কার্যকারিতার বিচারেই মহারাজ বিসিসিআই-র সভাপতি হওয়ার দৌড়ে সব প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দিয়েছেন বলে খবর।

সাক্ষী মালিক

সাক্ষী মালিক

রিও অলিম্পিকে মহিলা কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের সাক্ষী মালিক।

২৩ অক্টোবর এজিএম

২৩ অক্টোবর এজিএম

সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-র কমিটি এফ অ্যাডমিনিস্ট্রেটর ঠিক করে যে ২৩ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের পদাধিকারীদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিনই বিসিসিআই-র সাধারণ সভা হওয়ার কথা। তবে ভোট যে হচ্ছে না, তা নিশ্চিত। কারণ দীর্ঘ এক সপ্তাহের আলোচনা, পর্যালোচনা, 'লবিং'র পর বিসিসিআই-র সভাপতি, সম্পাদক সহ অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বী বলেই জানানো হয়েছে। তাই নির্ধারিত দিনে সাধারণ সভার মাধ্যমেই ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথাদের নাম ঘোষণা করে হবে বলে সূত্রের খবর।

মন্ত্রীর সাক্ষাৎ

মন্ত্রীর সাক্ষাৎ

হরিয়ানার মন্ত্রী মনীশ গ্রোভার রিও-য় ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করলেন।

রবিবারের বৈঠক

রবিবারের বৈঠক

লড়াই ছিল প্রধানত দুই শিবিরের। একদিকে বিসিসিআই-র প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন অ্যান্ড কং ওই পদে নিজেদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করে। উল্টোদিকে বিসিসিআই-র আরেক প্রাক্তন প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর শিবির ওই পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম রাখে। প্রতিবারের মতো এবারও বিষয়টিতে হস্তক্ষেপ করে কেন্দ্র। দুই শিবিরের সদস্যরাই এ ব্যাপারে এক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দফায় দফায় বৈঠক করে বলে জানা গিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও নাকি ওই মন্ত্রীর সঙ্গে একাধিকবার বৈঠক করেন বলে খবর। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার পাশাপাশি বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি-র সভাপতি পদে অভিজ্ঞতা মহারাজকেই এই পদের যোগ্য বলে মনে করা হয়েছে বলে সূত্রের খবর। ওই কেন্দ্রীয় মন্ত্রীর কথাতে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বিসিসিআই-র সভাপতি পদে নাকি মেনে নিয়েছে বিরোধী শিবিরও।

বিস্ফোরণ

বিস্ফোরণ

পূর্ব দিল্লিতে খুরেজি এলাকায় একটি বেকারিতে বিস্ফোরণে মৃত ৩ জন। আহত ১

কুলিং অফ

কুলিং অফ

বিসিসিআই-র সভপতি নির্বাচিত হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের কার্যকাল ১০ মাসের বেশি হবে না বলেই জানানো হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের লোধা প্যানেলের নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি ছয় বছরের বেশি একটানা দেশের কোনও ক্রিকেট প্রশাসক পদে আসীন থাকতে পারবেন না। ২০২০-র সেপ্টেম্বরে দেশের ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর পূর্ণ হবে মহারাজের। এরপর তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতেই হবে।

ভূমি পুজো

ভূমি পুজো

দিল্লিতে বিজেপির হেডকোয়ার্টারের নতুন বাড়ির ভূমিপুজোয় অংশ নিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ব্রিজেশ ও জয়

ব্রিজেশ ও জয়

সূত্রের খবর, কর্নাটক ক্রিকেট বোর্ডের ব্রিজেশ প্যাটেলকে আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্য়ান করা হতে পারে। বিসিসিআই-র সচিব হওয়ার দৌড়ে এগিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। বিসিসিআই-র প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমালকে সংস্থার কোষাধক্ষ্য করা হতে পারে বলে সূত্রের খবর।

বৃষ্টির আভাস

বৃষ্টির আভাস

নিম্নচাপ পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে সরে গেলেও আরও কয়েকদিন বৃষ্টি হবে। বাঁকুড়া, পুরুলিয়া , বীরভূম ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারি বৃষ্টির আভাস রয়েছে। কংসাবতী সংলগ্ন এলাকায় প্লাবনের আশঙ্কা।

English summary
Sourav Ganguly set to be new BCCI president unanimously
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X