For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

যেমনটা আশা করা হয়েছিল, তেমনটাই হল। মসনদে বসে দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

যেমনটা আশা করা হয়েছিল, তেমনটাই হল। মসনদে বসে দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় বোর্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ানোই তাঁর প্রথম লক্ষ্য বলে জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। আশ্বাস দিলেন, সবার জন্য সমান ভাবনা নিয়েই চলবে বিসিসিআই।

সংস্কার প্রয়োজন

ম্যাচ ফিক্সিং, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিশ্বাসযোগ্যতা হারানো ভারতীয় ক্রিকেট বোর্ডকে ফের ট্র্যাকে ফেরানো তাঁর প্রথম ও প্রধান কর্তব্য বলে জানালেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বচ্ছতার লক্ষ্যে মাত্র দশ মাসের কার্যকালেই তিনি বিসিসিআই-তে সংস্কার ঘটানোর বার্তাও দিলেন। বিসিসিআই-র চেয়ারে বসে তিনি যে দল হাতে পেয়েছেন, তাঁদের প্রত্যেকে প্রতিভাধর ও ক্রিকেটের প্রতি নিবেদিত প্রাণ বলে জানালেন বাংলার মহারাজ।

বিশ্বাসযোগ্যতা বাড়ানো

২০০০ সালে যখন তাঁকে আচমকা ভারতের অধিনায়ক বাছা হয়েছিল, তখন ম্যাচ ফিক্সিং-বেটিংয়ে দেশে বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল ক্রিকেট। সেই পরিস্থিতি থেকে নতুন টিম ইন্ডিয়ার উত্থান হয়েছিল সৌরভের হাত ধরে। কমবেশি একই পরিস্থিতি এখন বিসিসিআই-র। দুর্নীতি ইস্যুতে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেভাবে দেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন, একই ভাবে ফের বিসিসিআই-র গ্রহণযোগ্যতা বাড়ানোই তাঁর অন্যতম লক্ষ্য বলে জানালেন বাংলার মহারাজ।

সবার জন্য সমান

তিনি ও তাঁর নেতৃত্বে চলা বিসিসিআই পক্ষপাতের উর্ধ্বে উঠে কাজ করবেন বলে জানিয়েছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বলেছেন, কাউকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে না। দেশের সব খেলোয়াড়দের সমান চোখে দেখা হবে। পারফরম্য়ান্সের নিরিখে ক্রিকেটারদের গুরুত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সৌরভ।

ক্রিকেটারদের উন্নতি

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটাদের মানোন্নয়ন তাঁর অন্যতম প্রধান লক্ষ্য বলে বিসিসিআই-র সভাপতি পদে বসে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, তিনি যখন ক্রিকেট খেলতেন, তখন দেশে এত ঘরোয়া টুর্নামেন্ট হতো না। সেদিক থেকে এখনকার প্রজন্ম অনেক বেশি ভাগ্যবান বলে বিশ্বাস করেন সৌরভ। তবে অনেক ক্ষেত্রে অর্থের অভাবে বহু প্রতিভাবান ক্রিকেটারদের ভবিষ্যত শুরু আগেই শেষ হয়ে যায়, তাও স্বীকার করে নিয়েছেন মহারাজ। সেই সব ক্রিকেটারদের লালন করা বিসিসিআই-র প্রাথমিক কর্তব্য বলে জানালেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

ইডেন গার্ডেন্সে মোদী-মমতা যুগলবন্দির আভাস দিলেন সৌরভ, থাকতে পারেন হাসিনাও ইডেন গার্ডেন্সে মোদী-মমতা যুগলবন্দির আভাস দিলেন সৌরভ, থাকতে পারেন হাসিনাও

English summary
Sourav Ganguly speaks about corruption free BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X