For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের শতরান হাঁকালেন মহারাজ সৌরভ! পেলেন অভিষেক ইনিংসেরই অনুভূতি!

ফের শতরান হাঁকালেন সৌরভ! পেলেন অভিষেক ইনিংসের অনুভূতি!

  • |
Google Oneindia Bengali News

ফের শতরান হাঁকালেন সৌরভ গঙ্গোপাধ্যায়! তবে এবার বাইশ গজে নয়, মাঠের বাইরেও এক অন্য ম্যাচের প্রথম ইনিংসে শতরান হাঁকালেন বিসিসিআই সভাপতি। ঠিক সেই লর্ডসের মতো। পেলেন অভিষেক টেস্টেরই অনুভূতি। এ ব্যাপারে মহারাজের টুইটের আবেগতাড়িত হয়েছেন সোশ্যাল মিডিয়া।

অভিষেক শতরান

অভিষেক শতরান

১৯৯৬ সালে ঐতিহাসিক লর্ডসে প্রথম টেস্টেই শতরান হাঁকিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর চার বছর আগে ভারতের ওয়ান ডে দলে সুযোগ পেলেন সেভাবে পারফরম্যান্স করতে না পারায় তাঁকে বাদ পড়তে হয়। তবে তিনি ফিরি এসেছিলেন শক্তভাবে। বিশ্বের দরবারে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন।

ফের শতরান

করোনা ভাইরাসের জেরে লকডাউনে এক সংস্থার হয়ে অনলাইন ক্রিকেট কোচিং ক্লাস নিতে শুরু করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ছাত্রদের নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের সঙ্গে নিজের কেরিয়ারের নানা মুহূর্তের কথা স্মরণ করেছেন বিসিসিআই সভাপতি। এই ম্যাচের প্রথম ইনিংসেই তিনি শতরান হাঁকিয়েছেন বলে বিশ্বাস করেন মহারাজ। এর অনুভূতিও সৌরভের কাছে অন্যরকম।

দাদার পরামর্শ

দাদার পরামর্শ

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যাত্রা মসৃণ ছিল না। ম্যাচ ফিক্সিং-এ জর্জরিত দলকে নতুন করে তৈরি করলেও, তাকে সাফল্যের মুখ দেখাতে পরিশ্রম এবং প্রতীক্ষা করতে হয়েছিল মহারাজকে। বহু ম্যাচে হার হজম করতে হয়েছিল। সেই হারের ধাক্কায় তিনি কখনওই হতাশ হননি বলে জানিয়েছেন বিসিসিআই সভাপতি। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, অনেক সময় মহান মানুষও ভুল করে ফেলেন। সেখান থেকে ফিরে আসার নামই জীবন বলে মনে করেন মহারাজ।

নেতা সৌরভ

নেতা সৌরভ

মানুষ সহযাত স্বভাবে নেতা হন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, টিম ইন্ডিয়ার অধিনায়ক থাকার সময় দলের প্রতিটি ক্রিকেটারের বিশেষত্ব তাঁর নখদর্পণে থাকত। মহারাজের কথায়, ক্রিকেটারদের দক্ষতা আলাদা হয়। তাঁদের আলাদা দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন মহারাজ।

ঘরোয়া লিগে বাগানের একের পর এক লজ্জার ম্যাচ, এবার পচা শামুকে ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেডঘরোয়া লিগে বাগানের একের পর এক লজ্জার ম্যাচ, এবার পচা শামুকে ধাক্কা খেল সবুজ-মেরুন ব্রিগেড

English summary
Sourav Ganguly speaks about his second innings century in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X