For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ এমএস ধোনি, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এর জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলের বাইরে রাখা হয়েছে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে।

  • |
Google Oneindia Bengali News

সেপ্টেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এর জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দলের বাইরে রাখা হয়েছে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট অধিনায়কের সঙ্গে কেন এমন করল বিসিসিআই, তা নিয়ে প্রশ্ন উঠছে দেশের ক্রীড়া মহলে। তবে কী ভারতীয় ক্রিকেটে ধোনি যুগের অবসান হতে চলেছে, এমনও জল্পনা উঠতে শুরু করেছে। এসবের মধ্যেই টিম ইন্ডিয়া থেকে এমএসের বাদ যাওয়া নিয়ে কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জেনে নিন।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
অবাক নন সৌরভ

অবাক নন সৌরভ

নির্বাচকরা মহেন্দ্র সিং ধোনিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাইরে রাখায় অবাক হননি দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী তিনি ধোনিকে এই দলে আশাও করেননি বলে জানিয়েছেন মহারাজ। বলেছেন, সব কিছুরই শেষ আছে। ভারতীয় ক্রিকেট ফ্যানদের সেই সত্য মানতে হবে বলেও মনে করেন সৌরভ।

ধোনির ভবিষ্যত

ধোনির ভবিষ্যত

কোথায় কেরিয়ার শেষ হবে, সেই সিদ্ধান্ত ক্রিকেটারদের নিজেদের নিতে হয় বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহেন্দ্র সিং ধোনি কবে ক্রিকেট থেকে অবসর নেবেন, তা তিনিই ঠিক করবেন বলে জানিয়েছেন মহারাজ। এক্ষেত্রে দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ধোনি কী চান, সে ব্যাপারে তাঁর সঙ্গে কোহলির কথা বলা উচিত বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন আধিনায়ক।

ঋষভই ভবিষ্যত

ঋষভই ভবিষ্যত

তরুণ উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান ঋষভ পন্থকেই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীর কথা ভেবে ভারতীয় ক্রিকেট বোর্ড পন্থের উপর আস্থা রেখে তাঁকে আরও বেশি খেলাতে চাইছে বলে জানিয়েছেন মহারাজ।

ধোনি বনাম পন্থ

ধোনি বনাম পন্থ

সে রকম কোনও লড়াই হওয়া উচিত বলে মনে করেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, মহেন্দ্র সিং ধোনি এক ধরনের ক্রিকেটার, দেশের লেজেন্ড। তাঁর সঙ্গে তরুণ ঋষভ পন্থের কোনও তুলনা হয় না বলে বিশ্বাস করেন মহারাজ। বরং ধোনির কাছ থেকে ঋষভের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sourav Ganguly speaks about MS Dhoni's exclusion from India's T20 squad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X