For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার জেরে লক ডাউন, নিজের শহরের এমন রুপ আগে দেখেননি সৌরভ

করোনার জেরে লক ডাউন, নিজের শহরের এমন রুপ আগে দেখেননি সৌরভ

  • |
Google Oneindia Bengali News

ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে অনেকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার স্বার্থে দেশজুড়ে লক ডাউনের ঘোষণা দিয়েছে সরকার। একই নির্দেশ লাগু হয়েছে কলকাতাতেও। ফাঁকা রাস্তা, স্তব্ধ বাজার-ঘাট। তবে নিজের শহরের এমন জনশূণ্য রূপ আগে কোনওদিন দেখেননি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি জানালেন সেই কথা।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বব্যাপী মারণ করোনা ভাইরাসের বলি হয়েছেন ১৭ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় চার লক্ষ মানুষ। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন ১০ জন। আক্রান্তের সংখ্যা ৫১১। মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার এক জন।

লক ডাউন

লক ডাউন

ঠিক যেভাবে চিন, সিঙ্গাপুর, কানাডা কিংবা কিউবা করোনা ভাইরাসের প্রভাব থেকে বেঁচেছে, ঠিক একই ভাবে ভারতেও লক ডাউন লাগু করেছে সরকার। মারণ ভাইরাসের চেন ভাঙতে দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও রাস্তায় মানুষের যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। নিত্য প্রয়োজনী ও আপদকালীন পরিষেবা ছাড়া শহরের বাকি সব দোকান, বাজার, অফিস-কাছারি, স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি নিয়ম ভেঙে যারা রাস্তায় বেরোচ্ছেন, তাঁদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইন প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে।

আতঙ্কে ফাঁকা কলকাতা

আতঙ্কে ফাঁকা কলকাতা

করোনা ভাইরাসের আতঙ্ক এতটাই প্রভাব বিস্তার করেছে যে ব্যস্ত কলকাতা কার্যত স্তব্ধ হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমান, ট্রেন ও বাস পরিষেবা। চলছে না প্রাইভেট গাড়িও। হাওড়া স্টেশন, ব্রিজ, শিয়ালদহ, ডালহৌসি, শ্যামবাজার, ধর্মতলা, দমদম, রাজরহাট-নিউটাউন যেন খাঁখাঁ প্রান্তর। মাঝে মাঝে পুলিশের টহলদারি জিপ এসে নীরবতা ভাঙলেও, তা কিছু সময়ের জন্য।

কী বললেন সৌরভ

নিজের টুইটার অ্যাকাউন্টে ফাঁকা হাওড়া ব্রিজ, ধর্মতলা, ময়দান ও নিউটাউনের ছবি পোস্ট করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। লিখেছেন, নিজের শহরকে তিনি এই অবস্থায় আগে কোনওদিন দেখেননি। শীঘ্রই পরিস্থিতি ভালোর দিক যাবে বলেও বিশ্বাস করেন মহারাজ। প্রত্যেক কলকাতা ও রাজ্যবাসীর প্রতি নিজের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

English summary
Sourav Ganguly speaks about the locksdown impose on Kolkata amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X