For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি-র কাছে বকেয়া ৩৭২ মিলিয়ন ডলার চাইলেন বিসিসিআই সভাপতি সৌরভ

বিসিসিআইয়ের মসনদে বসেই আইসিসি-কে তোপ দাগলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করারও বার্তা দিলেন বিসিসিআই সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

বিসিসিআইয়ের মসনদে বসেই আইসিসি-কে তোপ দাগলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করারও বার্তা দিলেন বিসিসিআই সভাপতি।

সংঘাত সত্ত্বেও আইসিসি-র সঙ্গেই কাজ করতে বদ্ধপরিকর সৌরভ

বুধবার বিসিসিআই সভাপতির দায়িত্ব হাতে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর তিনি বলেছেন, ক্রিকেট বিশ্বে ভারত ৭০-৮০ শতাংশ উর্পাজন সরবরাহ করে। সেক্ষেত্রে আইসিসি'র থেকে ভারতীয় বোর্ডের আরও বেশি টাকা পাওয়া উচিত। শেষ কয়েক বছরে আইসিসি'র থেকে বিসিসিআই কোনও টাকা পায় না বলেও অভিযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে তিনি আইসিসি'র সঙ্গে আলোচনা করবেন বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি। আইসিসি-র কাছে বকেয়া ৩৭২ মিলিয়ন ডলার বা প্রায় ২৭০০ কোটি টাকা দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে ক্রিকেটের কল্যান সাধনের উদ্দেশ্যে আইসিসি-র সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করারও বার্তা দিয়েছেন সৌরভ।

প্রাক্তন বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর এখন আইসিসি চেয়ারম্যানের পদ সামলাচ্ছেন। অথচ তাঁর কার্যকালেই আইসিসি-র সঙ্গে বিসিসিআই-র সংঘাত চরমে উঠেছে বলা চলে। আইসিসি চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরের কাজ করার ধরন নিয়ে প্রশ্ন তুলেছিলেন এন শ্রীনিবাসন, অনুরাগ ঠাকুরের মতো বিসিসিআই-র প্রাক্তন সভাপতিরা। বকলমে আইসিসি-র প্রায় অর্ধেক শেয়ার হোল্ডার বিসিসিআই-র প্রতি অবহেলা যে মেনে নেওয়া হবে না, তা নতুন পদে দায়িত্ব নেওয়ার আগেই জানিয়ে দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তার ওপর আইসিসি চেয়ারম্যানের সঙ্গে বিসিসিআই সভাপতির সম্পর্ক যে আদায়-কাচকলায়, তা সবার জানা। ২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক থাকার সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সবুজ ঘাস সম্বলিত পিচ বানানো নিয়ে শশাঙ্ক মনোহরের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দ্বন্দ্ব মেটাতে কে এগিয়ে আসেন, সেটাই দেখার।

এদিন মুম্বইয়ে বিসিসিআই-র সদর দফতরে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব নেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এই গুরুত্বপূর্ণ পদে বসার পর তিনি বলেছেন, বোর্ডের আধিকারিকরা তাঁকে যোগ্য ব্যাক্তি বলে মনে করেছেন। তিনি তাঁদের বিশ্বাসের প্রতি আস্থা রাখবেন বলেও জানিয়েছেন বাংলার মহারাজ। বলেছেন, প্রথম শ্রেণির ক্রিকেটকে বেশি গুরুত্ব দেওয়া হবে। কারণ ওটাই আসল। বোর্ডের ভাবমূর্তি ঠিক করাও তাঁর অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

চ্যাম্পিয়নরা কখনও সহজে ফুরোয় না, ধোনির অবসর প্রসঙ্গে নিজের উদাহরণ দিলেন সৌরভচ্যাম্পিয়নরা কখনও সহজে ফুরোয় না, ধোনির অবসর প্রসঙ্গে নিজের উদাহরণ দিলেন সৌরভ

কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বিসিসিআই সভাপতি সৌরভ

English summary
Sourav Ganguly speaks about the relation between BCCI and ICC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X