For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলিকে সব রকম সাহায্যের বার্তা, অধিনায়কের সঙ্গে প্রেসিডেন্টের রসায়ন কেমন হবে জানালেন সৌরভ

বোর্ড সভাপতি হিসেবে প্রথম বৈঠক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন বোর্ডের মুম্বইয়ের অফিসে বিসিসিআই সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

বোর্ড সভাপতি হিসেবে প্রথম বৈঠক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন বোর্ডের মুম্বইয়ের অফিসে বিসিসিআই সভাপতি পদে দায়িত্ব গ্রহণ করেন মহারাজ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, তাঁর নতুন ইনিংসে মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটের রূপরেখা কেমন হবে, সেই নিয়ে মন্তব্য করেন সৌরভ। সাংবাদিক বৈঠকে এদিন ভারতীয় দলের নীল রঙা ব্লেজার গায়ে চাপিয়ে এসেছিলেন নবনিযুক্ত বোর্ড প্রেসিডেন্ট।

কাল বিরাটের সঙ্গে দেখা করবেন বোর্ড প্রেডিসেন্ট

কাল বিরাটের সঙ্গে দেখা করবেন বোর্ড প্রেডিসেন্ট

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, 'আগামীকাল ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কথা হবে। দেশের ক্রিকেট এখন ওঁর হাতে। ভারতীয় ক্রিকেটে বিরাটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ওর দাবিগুলি মানা হবে। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বোর্ডের পক্ষ থেকে বিরাট সবরকম সুবিধে পাবেন। ওকে সবরকম বিষয়ে যথাসাধ্য সাহায্য করব।'

প্রেসিডেন্ট সৌরভের লক্ষ্য

প্রেসিডেন্ট সৌরভের লক্ষ্য

সৌরভ আরও বলেন, 'আমিও একসময় অধিনায়ক থেকেছি। দলের নেতার ঠিক কী কী প্রয়োজন প্রাক্তন অধিনায়ক হিসেবে সেটা বুঝি। আগামীদিনে বিরাট অধিনায়ক হিসেবে সেই সবরকম সুবিধেই পাবে।' বোর্ডের নতুন প্রেসিডেন্ট আরও জুড়েছেন, 'অতীতে যেভাবে অধিনায়ক হিসেবে দল চালিয়েছি। একইভাবে এবার সামনে থেকে বোর্ডকে নেতৃত্ব দেব। ভারতীয় ক্রিকেটের সব স্তরে, সবরকমের উন্নতিই বিসিসিআইয়ের প্রথম এবং প্রধান লক্ষ্য।

অধিনায়ক বিরাটের সঙ্গে প্রেসিডেন্ট সৌরভের রসায়ন কেমন হবে?

অধিনায়ক বিরাটের সঙ্গে প্রেসিডেন্ট সৌরভের রসায়ন কেমন হবে?

অতীতের উদাহরণ টেনে বোর্ডের নতুন প্রেসিডেন্ট বলেন, 'ক্রিকেটে প্রেসিডেন্ট-অধিনায়কের সম্পর্ক ভারতীয় ক্রিকেট আগেও দেখেছে। আমি যখন অধিনায়ক ছিলাম, জগমোহন ডালমিয়া তখন প্রেসিডেন্ট ছিলেন। আবার পরবর্তী সময় ধোনি যখন অধিনায়ক ছিল শ্রীনিবাসন তখন প্রেসিডেন্ট। ধোনি-শ্রীনিবাসনের সম্পর্ক কতটা মধুর ছিল সবাই জানে। এবার প্রেসিডেন্ট পদে আমি, আর অধিনায়কের পদে বিরাট। দুজনের রসায়ন দারুণ জমবে।'

ক্রিকেটার বিরাটের প্রশংসায় সৌরভ

ক্রিকেটার বিরাটের প্রশংসায় সৌরভ

পাশাপাশি ক্রিকেটার বিরাটেরও প্রশংসা করলেন সৌরভ। মহারাজ বলেন, 'শেষ কয়েক বছরে বিরাট অন্য পর্যায়ের ক্রিকেট খেলছে। বিরাটের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারত এখন শীর্ষে পৌঁছে গিয়েছে। আশা করি আগামী দিনে বিরাট ভারতকে আরও বেশি সাফল্য এনে দেবে।'

দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

ইডেন গার্ডেন্সে মোদী-মমতা যুগলবন্দির আভাস দিলেন সৌরভ, থাকতে পারেন হাসিনাও ইডেন গার্ডেন্সে মোদী-মমতা যুগলবন্দির আভাস দিলেন সৌরভ, থাকতে পারেন হাসিনাও

English summary
Sourav Ganguly takes charge as BCCI president, says will support virat kohli in every way
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X