For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের বিশ্রাম প্রসঙ্গে কী বললেন মহারাজ

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার বা বিশ্রামের সিদ্ধান্ত নিতে হবে অধিনায়ক বিরাট কোহলিকেই। গতকাল এই কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট পদে নিশ্চিত হয়ে যাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়।

Google Oneindia Bengali News

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার বা বিশ্রামের সিদ্ধান্ত নিতে হবে অধিনায়ক বিরাট কোহলিকেই। গতকাল এই কথা বলেন বিসিসিআই প্রেসিডেন্ট পদে নিশ্চিত হয়ে যাওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়।

আজ জন্মাষ্টমী

আজ জন্মাষ্টমী

আজ জন্মাষ্টমী তিথি। দেশের সব প্রান্তে এদিন পুজো-উৎসবে মেতে উঠবেন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তেরা। দেশজুড়ে আজ উৎসবের মেজাজ।

ভারত সফরে বাংলাদেশ

ভারত সফরে বাংলাদেশ

আগামী মাসের ৩ তারিখ থেকে শুরু হলে চলেছে বাংলাদেশের ভারত সফর। সফরের শুরুতেই রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। গুঞ্জন ওঠে যে ভারতের হয়ে টানা খেলে যাওয়া বিরাট হয়ত সেই সিরিজে বিশ্রাম নেবেন। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিয়ে ভারতের হয়ে ফিরে আসবেন টেস্ট সিরিজ খেলতে। প্রসঙ্গত, সব ফর্ম্যাট মিলিয়ে ভারতের গত ৫৬টি ম্যাচের ৪৮টিতেই মাঠে নেমেছেন বিরাট। সেই ক্ষেত্রে শরীরের উপর গেছে বহু ধকল।

নির্ভয়া মামলায় দোষীর আত্মহত্যার চেষ্টা

নির্ভয়া মামলায় দোষীর আত্মহত্যার চেষ্টা

দিল্লির নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত বিনয় শর্মা এদিন তিহার জেলে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিসিসিআই প্রেসিডেন্টের মতোই তাঁর সঙ্গে কথা বলব

বিসিসিআই প্রেসিডেন্টের মতোই তাঁর সঙ্গে কথা বলব

বিরাটের বিশ্রামের বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ বলেন, "আমি ২৪ অক্টোবর তাঁর (বিরাট কোহলি) সঙ্গে দেখা করব। একজন বিসিসিআই প্রেসিডেন্ট যে ভাবে দলের অধিনায়কের সঙ্গে কথা বলে, সেভাবেই তাঁর সঙ্গে কথা বলব। সে দলের অধিনায়ক। তাঁর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে।"

প্রসঙ্গত, ২৩ অক্টোবর নতুন বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এর একদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর মুম্বইতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার দল ঘোষণা হবে।

কাবুলে জঙ্গি হামলার নিন্দা

কাবুলে জঙ্গি হামলার নিন্দা

কাবুলে মার্কিন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আফগানিস্তানের পাশে থাকার কথা জানিয়েছেন তিনি।

রোহিত ও উমেশের প্রশংসায় সৌরভ

রোহিত ও উমেশের প্রশংসায় সৌরভ

এদিকে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত খএলার জন্য রোহিত শর্মা ও উমেশ যাবদের প্রশংসা করেন মহারাজ। রোহিতের প্রশংসায় তিনি বলেন, "রোহিতের জন্য আমি খুব খুশি। ও কত ভালো ব্যাটসম্যান তা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই তাঁর ক্ষমতা জানি।"

উমেশের বিষয়ে সৌরভ বলেন, "উমেশ দুর্দান্ত খেলেছে। ও বারবার নিজের লেংথ পরিবর্তন করেছে। ভারতীয় পিচে বেশি বাউন্স পাওয়া যায় না। তবে এই পরিবর্তন করে ও খুব ভালো বল করেছে।"

মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে গেলেন ধোনিরা

মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে গেলেন ধোনিরা

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-২০ সিরিজ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র পৌঁছে গেলেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিরা। ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ ম্যাচ খেলবেন ধোনি-কোহলিরা। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে।

জন্মাষ্টমীর শুভেচ্ছা

জন্মাষ্টমীর শুভেচ্ছা

জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এছাড়া রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জন্মাষ্টমীতে সকলকে শুভেচ্ছা জানান।

রাজনাথের আশা

রাজনাথের আশা

কাশ্মীরের মানুষ অশান্তি চান না। তাঁদের উসকে দিচ্ছেন হাতে গোনা কয়েকজন। কাশ্মীরে যেকরেই হোক শান্তি ফেরাতে হবে। শ্রীনগরে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক করে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

শিলিগুড়ি পুরসভায়ও ভাঙন

শিলিগুড়ি পুরসভায়ও ভাঙন

শিলিগুড়ি পুরসভায়ও ভাঙন। তৃণমূলে যোগ দিতে চলেছেন এই পুরসভার ৫ বাম কাউন্সিলর। এর ফলে বোর্ড দখলের লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল। ৪৭ আসনের পুরসভায় ২৪ টি আসন পেতে হয়। ৫ বাম কাউন্সিলর যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি বেড়ে হল ২২। ফলে অচিরেই বোর্ড তৃণমূলের দখলে আসতে পারে বলে আশঙ্কা।

এলাহাবাদে বন্ধ সমস্ত স্কুল

এলাহাবাদে বন্ধ সমস্ত স্কুল

বন্যা পরিস্থিতির কারণে এলাহাবাদের সমস্ত স্কুল আগামী ২৭ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মানসের ভাই তৃণমূলে

মানসের ভাই তৃণমূলে

মানস ভুঁইয়ার ভাই বিকাশ ভুঁইয়া এদিন তৃণমূলে যোগ দিলেন। পশ্চিম মেদিনীপুরের কংগ্রেস সভাপতি ছিলেন তিনি।

 মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে আগুন

মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে আগুন

নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের ফ্ল্যাটের ওপরের তলায় আগুন লাগার ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাসের সিলিন্ডার খোলা থাকায় গ্যাস লিক করেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

English summary
Sourav Ganguly talks about Virat Kohli's alleged leave from T-20 series against Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X