For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮ এ পা দিলেন সৌরভ, জহুরী মহারাজের পাঁচ সিদ্ধান্ত যা ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়েছিল

৪৮ এ পা দিলেন সৌরভ, জহুরী মহারাজের পাঁচ সিদ্ধান্ত যা ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়েছিল

  • |
Google Oneindia Bengali News

আজ ৪৮ এ পা দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভের জন্মদিনে আজ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার ঝড়। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে টুইট পোস্টে ফ্যানেরা আজ তাঁদের পছন্দের মহারাজকে ইউস করছেন। বিসিসিআই থেকে আইসিসির পক্ষ থেকেও এদিন কিংবদন্তি সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। একনজরে অধিনায়ক হিসেবে সৌরভ কেন এত জনপ্রিয় এবং মহারাজের পাঁচ সিদ্ধান্ত যা ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়েছিল জেনে নেওয়া যাক।

সেহওয়াগকে দিয়ে ওপেন করানো

সেহওয়াগকে দিয়ে ওপেন করানো

মিডল অর্ডার থেকে টেনে এনে বীরেন্দ্র সেহওয়াগকে নিয়ে ওপেন করানো অধিনায়ক সৌরভের মাস্টারস্ট্রোক। নেতা হিসেবে বরাবরই ক্রিকেটারদের ব্যাক আপ দিতেন মহারাজ। সচিনের সঙ্গে নিজের ওপেনিং জায়গা ছেড়ে দিয়ে সেহওয়াগকে ওপেনিংয়ে ঠেলে দিয়েছিলেন। বাকিটা ইতিহাস। ভারতীয় ক্রিকেটে সফল ওপেনারদের মধ্যে অন্যতম মহারথী বীরেন্দ্র সেহওয়াগ। ওডিআইয়ে দ্বিশতরান থেকে টেস্টে তিনশো, ওপেনিংয়ে সেহওয়াগের এমন অনেক কীর্তি রয়েছে। প্রসঙ্গত টেস্টে ওপেনার হিসেবে সেহওয়াগের দুটি তিনশো রয়েছে। সেই সঙ্গে ওপেনার হিসেবে টেস্ট ও ওডিআই দুই ফর্ম্যাটেই সেহওয়াগের ৭৫০০-র বেশি রান রয়েছে।

 জহুরীর চোখ ছিল সৌরভের, ধোনিকে আবিষ্কার করেন মহারাজ

জহুরীর চোখ ছিল সৌরভের, ধোনিকে আবিষ্কার করেন মহারাজ

অধিনায়ক হিসেবে জহুরীর চোখ ছিল সৌরভের। ধোনিকে আবিষ্কার করেছিলেন সৌরভ। মাহির কেরিয়ারের শুরুর দিকে পরপর ব্যর্থ হলেও সৌরভ সুযোগ দিয়ে গিয়েছেন। হঠাৎ করেই ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ধোনিকে ৩ নম্বরে ঠেলে দেন। বাকিটা ইতিহাস। ভাইজ্যাকে সেই ম্যাচে ধোনি তিন নম্বরে নেমে ১৪৮ রান করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ টেস্ট লক্ষ্মণকে তিন নম্বরে নামানো

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০০১ টেস্ট লক্ষ্মণকে তিন নম্বরে নামানো

২০০১ সালে ইডেন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অনের মুখে পড়ে ভি ভি এস লক্ষ্মণকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন সৌরভ। বাকিটা ইতিহাস। ৪৫২ বল খেলে লক্ষ্মণ ২৮১ রান জুড়েছিলেন। লক্ষ্মণের ২৮১ ও দ্রাবিড়ের ১৮০ রানে ভর করেই দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ভারত ৬৫৭ রান তুলে ম্যাচ জিতেছিল।

দ্রাবিড়কে দিয়ে কিপিং করানো

দ্রাবিড়কে দিয়ে কিপিং করানো

ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়েছিলেন মহারাজ। সতীর্থ রাহুল দ্রাবিড়ের কিপিং দক্ষতা চিনে নিয়ে তাঁকে উইকেটকিপার হিসেবে ব্যবহার করা সৌরভের অন্যতম সফল মাস্টারস্ট্রোক মনে করা হয়।

নতুন প্রতিভা তুলে আনা

নতুন প্রতিভা তুলে আনা

এখানেই শেষ নয়, হরভজন সিং, জাহির খান, অজিত আগারকর, যুবরাজ সিং, বীরেন্দ্র সেহওয়াগ,মহেন্দ্র সিং ধোনির মতো একঝাঁক প্রতিভা খুঁজে বার করে ক্রমাগত পিঠ চাপড়ে লড়াই করতে শিখিয়েছিলেন মহারাজ।

English summary
Sourav Ganguly tuns 48: Major decisions by Dada that changed Indian cricket forever
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X