For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিম ইন্ডিয়ার কোচ হতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়, বললেন তিনি নিজেই

কে হবেন বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার হেড কোচ, তা নিয়ে বিস্তর আলোচনার মধ্যেই ওই পদে বসার ইচ্ছাপ্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কে হবেন বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার হেড কোচ, তা নিয়ে বিস্তর আলোচনার মধ্যেই ওই পদে বসার ইচ্ছাপ্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার নয়, ভারতের কোচ পদে আবেদনের জন্য তিনি আরও কিছুটা সময় নিতে চান বলে জানিয়েছেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক।

টিম ইন্ডিয়ার হেড কোচ

টিম ইন্ডিয়ার হেড কোচ

তিনি সানন্দে ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চান বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আইপিএল, সিএবি এবং ধারাভাষ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে এখনই তিনি ওই পদে আবেদন করতে চান না। এর জন্য নিজেকে আরও কিছুটা সময় দিতে চান মহারাজ।

শাস্ত্রী না অন্য কেউ

শাস্ত্রী না অন্য কেউ

ভারতের হেড কোচ পদে আবেদন জমা পড়ার সময়ই রবি শাস্ত্রীই যে তাঁর পছন্দ, সাফ জানিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়রাও নাকি রবি শাস্ত্রীকে আবারও হেড কোচ পদে দেখতে চান বলে শোনা যাচ্ছে। সে ব্যাপারে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, শাস্ত্রীর প্রতিদ্বন্দ্বীরা ততটা শক্তিশালী নয়। কোনও উল্লেখযোগ্য নাম জমা পড়েনি বলে দাবি দাদার। যে কটি আবেদন জমা পড়েছে তার মধ্যে থেকে উপযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা কোচ নির্বাচন কমিটির কাছে খুব একটা সমস্যার কারণ হবে বলে মনে করেন না সৌরভ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ওয়ান ডে এবং টেস্ট একপেশে হওয়ার সম্ভাবনা থাকলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতকে বেগ দেবে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০ ওভারের বিশ্ব চ্য়াম্পিয়ন ক্য়ারিবিয়ানরা ঘরের মাঠে শক্তিশালী ইংল্য়ান্ডকে বেগ দিয়েছে বলে স্মরণ করিয়েছেন মহারাজ।

English summary
Sourav Ganguly want to become Indian Cricket Team coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X