For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের টিম ইন্ডিয়ার ব্লেজার পরে নস্ট্যালজিক সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন বিসিসিআই সভাপতি

১৯ বছর আগে যখন তাঁর হাতে ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল, তখন দেশের ক্রিকেটে ত্রাহি মধূসুদন রব।

  • |
Google Oneindia Bengali News

১৯ বছর আগে যখন তাঁর হাতে ভারতীয় দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল, তখন দেশের ক্রিকেটে ত্রাহি মধূসুদন রব। ম্যাচ ফিক্সিং, বেটিং-এ জর্জরিত ভারতীয় ক্রিকেট দলকে হাতে করে টেনে তোলা শুধু নয়, রীতিমতো গর্ব করার মতো জায়গায় পৌঁছে দেওয়া পিছনে কম পরিশ্রম করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। অশুভ চক্রান্তে তিল তিল করে গড়ে তোলা দল থেকে যখন তাঁকেই সরে যেতে হল, তখন তিনি নীরব ছিলেন। সব আবেগ চেপে রেখেছিলেন এই দিনের জন্য। তাই বিসিসিআই-র সভাপতি পদে দ্বিতীয় ইনিংস শুরু করার দিন ফের গায়ে চাপিয়ে নিলেন টিম ইন্ডিয়ার ব্লেজার। নস্ট্যালজিক হলেন সৌরভ।

অবসরের পর আবারও

অবসরের পর আবারও

২০০৮ সালে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ ১১ বছর পর আবারও সেই ভারতীয় দলের কাছাকাছি পৌঁছে গেলেন বাংলার মহারাজ। যাঁর মেজাজটাই আসল রাজা। তাই বিসিসিআই-র সভাপতি হওয়ার দিনই ভারতীয় দলের ব্লেজার চাপিয়ে নিলেন সৌরভ। জানালেন, দীর্ঘদিন পর বেশ ভালো লাগছে।

তবে অনুভূতিটা আলাদা

তবে অনুভূতিটা আলাদা

যেদিন খেলোয়াড় হিসেবে প্রথম ভারতীয় ক্রিকেট দলের ব্লেজার গায়ে চাপিয়েছিলেন, সেই অনুভূতি তাঁর কাছে বরাবারই অন্যরকম ছিল বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ততটা না হলেও বিসিসিআই সভাপতির চেয়ারে বসে আরও একবার টিম ইন্ডিয়ার ব্লেজার গায়ে চাপাতে পেরে তিনি খুশি বলেই জানিয়েছেন মহারাজ।

 দায়িত্ব অন্যরকম

দায়িত্ব অন্যরকম

প্রেক্ষাপট এক হলেও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে তাঁর দায়িত্ব ছিল এক রকম। কমবেশি একই পরিস্থিতিতে বিসিসিআই-র সভাপতি হলেও, এক্ষেত্রে তাঁর দায়িত্ব অন্যরকম হবে বলেই মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নির্বাচকদের সঙ্গে বসবেন

নির্বাচকদের সঙ্গে বসবেন

জাতীয় দলে কাদের নির্বাচন করা হবে, তা ঠিক করার দায়িত্ব নির্বাচকদের। তাঁদের কাজে তিনি হস্তক্ষেপ করবেন না বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দল সম্পর্কে নির্বাচকদের ভাবনা কী, তা নিয়ে তাঁদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন মহারাজ।

কোহলিকে সব রকম সাহায্যের বার্তা, অধিনায়কের সঙ্গে প্রেসিডেন্টের রসায়ন কেমন হবে জানালেন সৌরভকোহলিকে সব রকম সাহায্যের বার্তা, অধিনায়কের সঙ্গে প্রেসিডেন্টের রসায়ন কেমন হবে জানালেন সৌরভ

দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দুর্নীতিমুক্ত বিসিসিআই গড়ার বার্তা দিলেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

English summary
Sourav Ganguly wear Team India's blazer and he feels nostalgic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X