For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেখলে অবাক হবেন না ইংল্যান্ড লেজেন্ড

সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইসিসি-র শীর্ষ পদে দেখলে অবাক হবেন না ইংল্যান্ড লেজেন্ড

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার। বললেন, মাঠে যেভাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিতেন মহারাজ, সেই দক্ষতায় তিনি প্রশাসকের ভূমিকাও পালন করতে সক্ষম হবেন। বিসিসিআই সভাপতি যে একদিন আইসিসি-র শীর্ষ পদে বসবেন, সে কথা মনপ্রাণ দিয়ে বিশ্বাস করেন ব্রিটিশ লেজেন্ড।

ক্রিকেটার সৌরভের কেরিয়ার

ক্রিকেটার সৌরভের কেরিয়ার

ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১টি ওয়ান ডে খেলা সৌরভ গঙ্গোপাধ্যায়, দুই ফর্ম্যাটে যথাক্রমে ৭২১২ ও ১১৩৬৩ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি শতরানও রয়েছে তাঁর। টেস্ট এবং ওয়ান ডে-তে সৌরভের সর্বোচ্চ স্কোর যথাক্রমে ২৩৯ ও ১৮৩। অধিনায়ক হিসেবে দেশকে ২০০২-র চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঐতিহাসিক ন্যাটওয়েস্ট ট্রফি উপহার দিয়েছেন মহারাজ। তরুণ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েও দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল।

ক্রিকেট প্রশাসক সৌরভ

ক্রিকেট প্রশাসক সৌরভ

২০১৪ সালে ক্রিকেট প্রশাসক হিসেবে পথচলা শুরু হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ওই বছর তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যুগ্ম-সচিব নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে কিংবদন্তি জগমোহন ডালমিয়ার প্রয়াণের পর মহারাজকে সিএবি সভাপতি পদে বসানো হয়েছিল। ২০১৯ সাল পর্যন্ত ওই পদে বহাল ছিলেন দেশের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। গত বছরের অক্টোবরে বিসিসিআই সভাপতির আসনে বসেন সৌরভ। দায়িত্ব নিয়েই দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি, আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান বাতিল সহ একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মহারাজ।

কী বললেন গাওয়ার

কী বললেন গাওয়ার

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ারের কথায়, বিসিসিআই-র মতো ধনী ও প্রভাবশালী সংস্থা চালানো মুখের কথা নয়। এই সংস্থা পরিচালনা করার জন্য প্রাশসনিক দক্ষতার পাশাপাশি রাজনৈতিক জ্ঞানও থাকা আবশ্যক বলে মনে করেন ইংল্যান্ড লেজেন্ড। তাঁর বক্তব্য, বিসিসিআই সভাপতিকে দেশের ক্রিকেটারদের দায়-দায়িত্ব থেকে শুরু করে ভারতীয় অর্থনীতির চলনের দিকে নজর রাখতে হয়। সে কাজে সৌরভ গঙ্গোপাধ্যায় মাহের হবেন বলেই বিশ্বাস করেন ডেভিড গাওয়ার। দীর্ঘদিন ঘনিষ্ঠ থাকার সৌজন্যে প্রশাসক সৌরভকে পুরো নম্বর দিতে চান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। বলেছেন, বিসিসিআই সভাপতি হিসেবে শুরুটা দারুণ করেছেন মহারাজ।

আইসিসি-তে সৌরভ!

আইসিসি-তে সৌরভ!

ডেভিড গাওয়ার মনে করেন, আইসিসি-র শীর্ষ পদে বসার থেকে বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন করা বেশি কঠিন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ প্রশাসক পদে সৌরভের সাফল্য তাঁকে আইসিসি-র শীর্ষ পদে টেনে নিয়ে যাবে বলে বিশ্বাস করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে দুর্দান্ত সৌরভকে তিনি ব্যক্তি হিসেবেও চেনেন। ভদ্র অথচ দৃঢ়চেতা মহারাজ বিশ্ব ক্রিকেটেও পরিবর্তন আনতে সক্ষম বলে মনে করেন ডেভিড গাওয়ার।

'স্বপ্নের ইডেন মায়াবী হয়ে উঠেছিল', ২০০১-র জয়ে কলকাতার ক্রিকেট প্রেমীদের দ্রাবিড়ের কুর্নিশ 'স্বপ্নের ইডেন মায়াবী হয়ে উঠেছিল', ২০০১-র জয়ে কলকাতার ক্রিকেট প্রেমীদের দ্রাবিড়ের কুর্নিশ

English summary
Sourav Ganguly will find himself in ICC, says legend David Gower
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X