For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ক্রিকেটে এবার 'সৌরভ জমানা', সিএবি সভাপতি মহারাজ!

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : সদ্য প্রয়াত জগমোহন ডালমিয়ার পর বাংলা ক্রিকেটের দায়িত্ব এবার উঠতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে। সবকিছু ঠিক থাকলে তিনিই হতে চলেছেন নতুন সিএবি সভাপতি। [ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ কর্তা ডালমিয়ার উত্থান ও পতনের ইতিহাস]

গত দু'দিন ধরেই ময়দান তোলপাড় করেছে এই একটিই প্রশ্ন, ডালমিয়ার পরে এবার কে? আপাতত পরিস্থিতি যা তাতে সৌরভের সম্ভাবনাই সবচেয়ে বেশি। সূত্রের খবর, এব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন খোদ সৌরভই। ['দিদি'র অনুরোধে 'দাদা'র রিয়্যালিটি শো!]

বাংলা ক্রিকেটে এবার 'সৌরভ জমানা', সিএবি সভাপতি মহারাজ!

এমনিতে মহারাজ সিএবির যুগ্ম সচিব। সেখান থেকে সভাপতির দৌড়ে এগিয়ে যাওয়া তার পক্ষে বেশি সুবিধার। বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ চাইছে এই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে রাখতে। মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বা অরূপ বিশ্বাস সিএবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও সভাপতি এরা হবেন না। [সৌরভের ১২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এবি ডেভেলিয়ার্স]

আরও খোলসা করে বললে সর্বোচ্চ নেতৃত্ব চাইছে না দলের কাউকে বাংলা ক্রিকেটের সর্বোচ্চ পদে বসিয়ে এখানেও রাজনীতির রং লাগাতে। বরং মুখ্যমন্ত্রীর সুনজরে থাকা সৌরভকেই বেশি পছন্দ সকলের। এছাড়া তিনি সভাপতির দৌড়ে দাঁড়ালে সবপক্ষের সমর্থনই পাবেন কারণ সকলের সঙ্গেই তার সম্পর্ক যথেষ্ট ভালো। [সৌরভের অবিস্মরণীয় রেকর্ড লিস্ট]

বিরোধী গোষ্ঠীর কেউ কেউ মুখ ফিরিয়ে থাকলেও সেই চ্যালেঞ্জ এমন কিছু কঠিন হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পাশাপাশি জানা গিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে সৌরভও মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ফলে বাংলা ক্রিকেটে এবার শুরু হওয়ার অপেক্ষা সৌরভ জমানা। [একদিনের ক্রিকেটে ধোনির রেকর্ডের লিস্ট]

English summary
Sourav Ganguly will take over as CAB president : Sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X