For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিন বাদেই ইডেনে টেস্ট ম্যাচ, তার আগে পিচ নিয়ে দাদার এই মন্তব্য

বৃহস্পতিবার থেকে শুরু ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

ভারত এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ায় অন্যতম পাওয়ার হাউস। প্রতিটা ম্যাচে জেতাই টিম ইন্ডিয়ার একমাত্র লক্ষ্য। তবে ইডেনের পিচ নিয়ে বিভিন্ন সময়েই তির্যক আঙুল ওঠে। ইডেনের লো -স্লো উইকেট সেভাবে ব্যাটিং সহায়ক না হওয়ায় রানও বেশি ওঠে না।

একদিন বাদেই ইডেনে টেস্ট ম্যাচ, তার আগে পিচ নিয়ে দাদার মত

তবে এবারের পিচ নিয়ে আশার বাণী শুনিয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে ইডেনের পিচে এবার রান থাকছে। ফলে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ইডেন টেস্টে ভালো ব্যাটিং দেখতে পাবেন দর্শকরা আশ্বাস দাদা-র। সৌরভ বলেছেন, 'এটা খুব ভালো উইকেট।'

এদিন সিএবি-র বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে কপিলদেব নস্টালজিক হয়ে পড়েন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নির্বাসিত হয়েছিলেন তিনি। কলকাতায় আসাই হয় নি তাঁর। এদিকে মহারাজ আরও একবার জানিয়েছেন প্রশাসনিক দায়িত্ব চালানো ক্রিকেট খেলার চেয়ে সোজা। ভারতের অন্যতম সফল অধিনায়কের মতে ,'একমাত্র খেলোয়াড় ছাড়া তুমি যা কিছুই হও, তাতে দ্বিতীয় সুযোগ থাকে, খেলোয়াড়দের কোনও দ্বিতীয় সুযোগ হয় না।'

তবে ক্রিকেটারের মত প্রশাসক সৌরভও দারুণ সফল। ইডেনের দীর্ঘদিনের চিরাচরিত পিচকেও বদলে দিয়েছেন তিনি। একেবারে বাইরে থেকে এনে ইডেনে পিচ বসানো হয়েছে, তার ছোট ঝলক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় পাওয়া গেছে। অনেক বেশি দ্রুত হয়ে গেছে ইডেনের পিচ। তবে পাঁচদিনের ক্রিকেটের ধকল কতটা এই পিচ সামলাতে পারে সেটা বড় প্রশ্ন।

English summary
Sourav gives assurance that Eden pitch will be compititive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X