For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রবি শাস্ত্রী আবার কী করল?', 'দাদা'চিত মন্তব্যে হাসির কলরব

ভারতীয় ক্রিকেটের দুই রথির সম্পর্ক যে আদায়-কাচকলায়, তা জানতে বাকি নেই কারও। যদিও এ সংক্রান্ত প্রশ্নের উত্তর 'দাদা'চিত ঢঙে দিয়ে হাসির কলরব তুলেছেন মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

কোনও অঘটন না ঘটলে ২৩ অক্টোবর বিসিসিআই-র সভাপতির আসনে বসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে ভালো কিছু হবে বলেই বিশ্বাস করেন ক্রীড়া প্রেমীরা। সেই ভালোর অর্থ এক এক ব্যক্তির কাছে এক এক রকম। কারও মতে, বিসিসিআই-র মাথায় সৌরভের আরোহনের অর্থ টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে রবি শাস্ত্রীর অপসারণ।

কারণ ভারতীয় ক্রিকেটের দুই রথির সম্পর্ক যে আদায়-কাচকলায়, তা জানতে বাকি নেই কারও। যদিও এ সংক্রান্ত প্রশ্নের উত্তর 'দাদা'চিত ঢঙে দিয়ে হাসির কলরব তুলেছেন মহারাজ।

রবি শাস্ত্রী আবার কী করল?, দাদাচিত মন্তব্যে হাসির কলরব

বিসিসিআই-র সভাপতি হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খবর চাউর হতেই নানা মণির নানা ভাবনা। সেই ভাবনা থেকেই মহারাজের দিকে প্রশ্ন ওঠে যে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে কিনা। উত্তরে ছোট্ট একটি বাক্য সৌরভ যা বললেন, তাতে তিনি অনেক কিছুই বুঝিয়ে দিলেন বলা চলে। টিম ইন্ডিয়ার হেড কোচের সঙ্গে কথা প্রসঙ্গে মহারাজ বললেন, 'কেন, এখন রবি শাস্ত্রী আবার কী ঘটালো'? সে কথা বলার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখের মুচকি হাসি আশেপাশের পরিবেশকে হালকা করে।

১৯৯৬-র টেস্ট অভিষেকের সময় থেকে এখনও পর্যন্ত রবি শাস্ত্রীর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক যে আদায়-কাচকলায়, তা কারও অজানা নয়। ২০১৬-১৭ মরশুমে ভারতীয় ক্রিকেটের দুই রথির মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। সেসময় রবি শাস্ত্রীর পরিবর্তে অনিল কুম্বলে টিম ইন্ডিয়ার কোচ বাছে বিসিসিআই-র ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি। তার অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছাতেই নাকি তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে পারেননি বলে অভিযোগ করেন শাস্ত্রী।

২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির পর টিম ইন্ডিয়ার হেড কোচের পদ থেকে ইস্তফা দেন কুম্বলে। পরিবর্তে সেই রবি শাস্ত্রীর হাতেই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর সব বিরোধ মিটে গিয়েছে বলেই দাবি করেছিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ। তা যে মোটেই নয়, মহারাজের টিপ্পনিতেই স্পষ্ট।

English summary
Sourav Ganguly gives cheeky response on question about Ravi Shastri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X