For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট , সৌরভ সহমত দু'জনেই, বিশ্বকাপের বাজি জুনিয়র টিম ইন্ডিয়া

বিশ্বকাপের মঞ্চে ভারতীয় ক্রিকেটারদের ধামাল। সিনিয়ররা সকলেই নির্দ্বিধায় ভারতকেই ফাইনালে ফেভারিট মানছেন। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

শনিবার ভারতীয় সময় সকালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে -র ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় দল। চলছে জোর প্রস্তুতি। এদিকে ভারতীয় দলের বিশ্বকাপের মঞ্চে পারফরম্যান্স নিয়ে আশাবাদী ভারতের বর্তমান ও প্রাক্তন অধিনায়করা।

বিরাট , সৌরভ সহমত দু'জনেই, বিশ্বকাপের বাজি জুনিয়র টিম ইন্ডিয়া

ভারতের অন্যতম সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাজি ভারতীয় দলই। সৌরভের মতে, এই দলে একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। অধিনায়ক পৃথ্বী শ, শুভমান গিল, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, ইশান পোড়েল-এরা সকলেই বোর্ডের সিস্টেম থেকে উঠে এসেছে। সিএবি-র ভিশন ২০-২০-র ফল ঘরের ছেলে ইশান এমনটাও জানিয়েছেন সৌরভ। এই ক্রিকেটাররা যেভাবে খেলছেন তাতে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতে এঁরা দেশকে খেতাব এনে দেবেন এটাই মত মহারাজের।

এই নিয়ে রেকর্ড ৬ বার অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত, যা এককথায় দুরন্ত। তবে সৌরভ শুধু এবারের পারফরম্যান্স নিয়ে তাঁর মতে যেভাবে উন্নতি হচ্ছে ভারতীয় দলের তাতে আগামী কয়েক বছরেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে ভারত।

এদিকে শুধু সৌরভই নয়, ভারতীয় দলের দারুণ পারফরম্যান্স নিয়ে দারুণ আশাবাদী দক্ষিণ আফ্রিকায় সফররত ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও। ভারতীয় দলের খুদেদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তিনি।

শনিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় দল। তার আগে দক্ষিণ আফ্রিকা থেকে পৃথ্বী শ, শুভমান গিলদের শুভেচ্ছাবার্তা পাঠালেন ভারতের সিনিয়র দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট নিজের বার্তায় বলেছেন , 'মন থেকে চাই তোমরা বিশ্বকাপ জেতো। তোমাদের হাতে আবার কাপ দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে সেই প্রতিভা আছে। ওরা সেটা আরও বেশি বিশ্বাস করে। সেটা সবচেয়ে জরুরি।'

ভারতীয় দল বিশ্বকাপে পাড়ি জমানোর আগে তাঁদের সঙ্গে দেখা করেছিলেন অধিনায়ক বিরাট কোহলি। সে সময় খুদেদের বুঝিয়ে দিয়েছিলেন এটা কতবড় মঞ্চ নিজেদের প্রমাণ করার জন্য। কারণ আজ তিনি জাতীয় দলের অধিনায়ক হলেও সেটা শুরু করেছিলেন, অধিনায়ক হিসেবে নিজে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে। ফলে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জীবনে কত গুরুত্বপূর্ণ হতে পারে তা জানেন তিনি। বিরাট আরও বলেছেন, 'দারুণ অনুভূতি হচ্ছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছিলাম। ওদের কথা শুনে খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছিল। সেটা দেখে খুব ভাল লেগেছিল। আমাদের দলের তুলনায় বর্তমান যুব দলের আত্মবিশ্বাস অনেক বেশি। এটা খুব ভাল লক্ষণ। আমরা কিছু বলার অনেক আগে থাকতেই অনেকে নিজেদের হয়ে কথা বলছে। ওরা দারুণ খেলছে।'

বিরাট , সৌরভ সহমত দু'জনেই, বিশ্বকাপের বাজি জুনিয়র টিম ইন্ডিয়া

বিরাট , সৌরভ সহমত দু'জনেই, বিশ্বকাপের বাজি জুনিয়র টিম ইন্ডিয়া

সেমিফাইনালে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে দিয়েছে ভারত। এই ম্যাচের বিষয়ে বিরাট বলেছেন, 'সেমিফাইনালে ভারতীয় দল দারুণ খেলেছে। এই ধরনের চাপের ম্যাচে ওরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। এটাই আমরা দেখতে চাই। যখন সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই ভাল পারফরম্যান্স দেখতে চান সবাই। ফাইনালের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। খেলার দিকে আমাদের নজর থাকবে।'

বিরাট , সৌরভ সহমত দু'জনেই, বিশ্বকাপের বাজি জুনিয়র টিম ইন্ডিয়া

English summary
Sourav and Kohli both picks India as favourite in Under 19 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X