For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের ভাগ্যে ভরসা নেই, রাঁচিতে সতীর্থকে টস করতে পাঠাতে পারেন প্রোটিয়া অধিনায়ক


 শনিবার রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। আগের দুটি টেস্ট হেরে বসে থাকা প্রোটিয়াদের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার।

  • |
Google Oneindia Bengali News

শনিবার রাঁচির ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। আগের দুটি টেস্ট হেরে বসে থাকা প্রোটিয়াদের কাছে এই ম্যাচ সম্মানরক্ষার। একের পর এক ম্যাচ হেরে চলা দলের ভাগ্য পরিবর্তনের স্বার্থে শনিবার বিরাট কোহলির সঙ্গে তিনি টস করতে দেখা নাও যেতে পারে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। পরিবর্তে থাকতে পারেন তাঁরই কোনও সতীর্থ।

প্রথম দুই টেস্টের হারের অন্যতম কারণ টস

প্রথম দুই টেস্টের হারের অন্যতম কারণ টস

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির কাছে টসে হেরে যান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দুটি ম্যাচেই প্রথম ইনিংসে প্রোটিয়াদের সামনে পাহাড়প্রমাণ রান খাড়া করেন ভারতীয় ব্যাটসম্যানরা। তাই ওই দুটি টেস্টে হারের জন্য টসকেই দায়ী করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

টসে জেতা বাধ্যতামূলক

টসে জেতা বাধ্যতামূলক

সম্মানরক্ষার্থে ভারতের বিরুদ্ধে রাঁচি টেস্ট জিততে চায় দক্ষিণ আফ্রিকা। তা তখনই সম্ভব হবে, যখন তারা টসে জিতবে। এক্ষেত্রে নিজের ভাগ্যের ওপর আর ভরসা না করে কোনও সতীর্থকে টস করতে পাঠানোর আভাস দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। জানিয়েছেন, রাঁচি টেস্টে আগে ব্যাট করে বড় রান করতে চান তাঁরা।

এশিয়ায় ৯টি টেস্টের টসে হার

এশিয়ায় ৯টি টেস্টের টসে হার

এশিয়ায় খেলা শেষ ৯টি টেস্ট ম্যাচের প্রত্যেকটিতেই টস হেরেছেন ফাফ ডু প্লেসিস। রাঁচি টেস্টে সেই ধারা পরিবর্তন করতে বদ্ধপরিকর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

খেলছেন না মার্করাম

খেলছেন না মার্করাম

রাঁচি টেস্টে ভারতের বিরুদ্ধে খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। তাঁর অভাব বাকিরা পূরণ করবেন বলেই বিশ্বাস করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

English summary
South Africa captain may send teammate at toss in Ranchi test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X