For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে ছন্দে ফিরল দক্ষিণ আফ্রিকা, শামসি-রাবাডার জোড়া ফলায় লঙ্কা বধ প্রোটিয়া বাহিনীর

প্রথম ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হল শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেন কাগিসো রাবাডা এবং তাব্রেজ শামসি।

Google Oneindia Bengali News

টেস্ট সিরিজ হারতে হলেও ওডিআই সিরিজের প্রথম ম্যাচেই ছন্দে ফিরল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা এবং তাব্রেজ শামসির দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে ডাম্বুলায় শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।

অবশেষে ছন্দে ফিরল দক্ষিণ আফ্রিকা, শামসি-রাবাডার জোড়া ফলায় লঙ্কা বধ প্রোটিয়া বাহিনীর

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কাকর অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু ম্যাথুজের নেওয়া সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারলেন না শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। উপুল থরঙ্গা, কুশল পেরেরা, থিসারা পেরেরা এবং আকিলা ধনঞ্জয় ছাড়া কোনও ব্যাটসম্যান ৫ রানের গণ্ডি টপকাতে পারেননি।

দুই অঙ্কের সংখ্যায় রান নিয়ে গেলেও উপুল থরঙ্গা করেন ১০ রান এবং আকিলা ধনঞ্জয় করেন ১১ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন কুশল পেরেরা। ১ রানের জন্য অর্ধ শতরান হাতছাড়া করেন থিসারা পেরেরা। ৩৪.৩ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে চারটি করে উইকেট নেন কাগিসো রাবাডা এবং তাব্রেজ শামসি। একটি করে শিকার লুঙ্গি এনগিডি।
জবাবে মাত্র ৩১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন জেপি ডুমিনি। ৪৭ রান করেন ফাফ দু প্লেসি এবং কুইন্টন ডি কক। এছাড়া ১৯ রান করেন হাসিম আমলা এবং ১৪ রানের অপরাজিত ইনিংস খেলে ডুমিনিকে যোগ্য সঙ্গত দেন উইলিয়াম মুলডার।

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন আকিলা ধনঞ্জয়। একটি করে উইকেট পান সুরঙ্গ লকমল এবং লক্ষণ সান্দাকান।
অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তাব্রেজ শামসি।

English summary
Sri Lanka lost against South Africa in the first ODI match at Dambulla. Kagiso Rabada and Tabraiz Shamsi played vital role in this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X