For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের হয়ে ফের টি-টোয়েন্টি খেলতে চান এই প্রাক্তন অফ স্পিনার

ভারতীয় দলের হয়ে ফের টি-টোয়েন্টি খেলতে চান এই প্রাক্তন অফ স্পিনার

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের জার্সিতে ফের বাইশ গজে নামতে প্রস্তুত দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। ৪০ ছুঁইছুঁই ক্রিকেটারের যুক্তি, এই বয়সে আইপিএল খেলতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটও নামতে পারবেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পক্ষান্তরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন হরভজন সিং।

হরভজন সিং-এর আন্তর্জাতিক কেরিয়ার

হরভজন সিং-এর আন্তর্জাতিক কেরিয়ার

ভারতীয় ক্রিকেট দলের হয়ে ১০৩টি টেস্ট, ২৩৬টি ওয়ান ডে এবং ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হরভজন সিং তিন ফর্ম্যাটে যথাক্রমে ৪১৭, ২৬৯ ও ২৫টি উইকেট নিয়েছেন। যে তিন জন ভারতীয় ক্রিকেটার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ভাজ্জি।

হরভজন সিং-এর আইপিএল কেরিয়ার

হরভজন সিং-এর আইপিএল কেরিয়ার

২০১৬ সালে ভারতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা হরভজন সিং, আইপিএলে ১৫০টি উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট সংগ্রাহকের তালিকার তিন নম্বরে রয়েছেন ভাজ্জি। আগামী জুলাইতে ৪০ পূর্ণ করতে চলা প্রাক্তন ভারতীয় স্পিনার চলতি মরশুমের আইপিএল খেলবেন।

কী বললেন হরভজন

কী বললেন হরভজন

হরভজন সিং-এর কথায়, যদি তিনি আইপিএলে ভালো পারফরম্যান্স করতে পারেন, তবে তিনি ভারতীয় দলের হয়ে ফের টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারবেন। ভাজ্জির যুক্তি, আইপিএলে বিশ্বের তাবড় ব্যাটসম্যানদের বিরুদ্ধে তাঁকে বল করতে হবে। সেখানে সফল হলে তিনি আন্তর্জাতিক স্তরে না খেলার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না বলে জানিয়েছেন হরভজন সিং। তিনি বুড়ো হয়েছেন ভেবে নির্বাচকরা তাঁর দিকে তাকান না বলেও দাবি করেছেন ভাজ্জি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, পক্ষান্তরে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন হরভজন সিং।

ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ

আগামী ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জন্য টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তা না হলে দল সাজানোর প্রক্রিয়া শুরু হবে। ভারতীয় দলে কারা জায়গা পান, সেটাই দেখার।

লকডাউনে ভারত অধিনায়ককে খোঁচা, পাল্টা পিটারসনকে মোক্ষম জবাব দিলেন বিরাটলকডাউনে ভারত অধিনায়ককে খোঁচা, পাল্টা পিটারসনকে মোক্ষম জবাব দিলেন বিরাট

English summary
Spinner Harbhajan Singh is ready to play for India in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X