For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE প্রথম দিনের শেষে ভারতের লিড ৬৮ রানের

LIVE আজ ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্টের শুরু, কলকাতায় উন্মাদনা তুঙ্গে

  • By Staff
  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট থেকে ফুটবল, টেনিস থেকে ব্যাডমিন্টন, সারা দিনের খেলার খবরের আপডেট পেতে চোখ রাখুন। কোন খেলার কী ফল, কে কী বললেন, দেখে নিন এক নজরে।

বাংলাদেশের ইনিংস শেষ ১০৬ রানে, চা বিরতির পর আউট রোহিত

বাংলাদেশের ইনিংস শেষ ১০৬ রানে, চা বিরতির পর আউট রোহিত

Newest First Oldest First
7:29 PM, 22 Nov

টেস্টে অধিনায়ক হিসেবে ৮৬ ইনিংস খেলে পাঁচ হাজার রান ছুঁলেন। এর আগে ৯৭ ইনিংসে অধিনায়ক রিকি পন্টিং ৫০০০ রানের গণ্ডি ছুঁয়েছিলেন
7:29 PM, 22 Nov

অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রানের গণ্ডি ছুঁলেন বিরাট কোহলি।
6:23 PM, 22 Nov

চা পান বিরতিতে গল্ফ কারে সচিন, দ্রাবিড়, আজহার সহ ভারতীয় ক্রীড়াজগতের সেলেবদের মাঠ ঘোরনো হয়।
6:08 PM, 22 Nov

রোহিত আউট! ২১ রানে এলবিডব্লিউ রোহিত শর্মা। এবাদাত হোসেনের বলে আউট হন হিটম্যান।
5:43 PM, 22 Nov

রোহিত শর্মা ১৩ ও চেতেশ্বর পূজারা ৭ রানে অপরাজিত রয়েছেন।
5:43 PM, 22 Nov

দিন রাতের টেস্টে চা পান বিরতি! বাংলাদেশের বিরুদ্ধে ১০৭ রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে ভারত।
4:36 PM, 22 Nov

বাংলাদেশের ইনিংস শেষ ১০৬ রানে। শেষ উইকেটটি পেলেন মহম্মদ শামি। স্লিপে রোহিত ক্যাচ হাতছাড়া করলেও আল আমিনের ক্যাচ নিলেন চেতেশ্বর পূজারা।
4:30 PM, 22 Nov

ইশান্তের পাঁচ উইকেট। বাংলাদেশের আরও একটি উইকেটের পতন।
4:24 PM, 22 Nov

ইশান্তের ৪ উইকেট!!! লিটন দাসের পরিবর্তে খেলতে নামা মেহেদি হাসানকে আউট করলেন ইশান্ত। ৮ রান করে পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদি।
4:12 PM, 22 Nov

লাঞ্চে যাওয়ার আগে শামির বলে মাথায় চোট পেয়েছিলেন লিটন দাস। বিরতির পর সেকারণে তিনি রিটায়ার্ড হার্ট হন।
3:03 PM, 22 Nov

লাঞ্চ: ২১.৪ ওভার শেষে বাংলাদেশ ৭৩/৬।
2:49 PM, 22 Nov

৬০ রানে বাংলাদেশের ৬ উইকেটের পতন। ঋদ্ধিমানের অবিশ্বাস্য ক্যাচ দেখে মুগ্ধ বিরাট।
2:48 PM, 22 Nov

সুপারম্যান ইস ব্যাক। এবার ইশান্তের বলে ডানদিকে শরীর ছুঁড়ে দিয়ে ক্যাচ নিয়ে মাহমুদুল্লাহকে আউট করলেন ঋদ্ধিমান সাহা।
2:20 PM, 22 Nov

উমেশের তৃতীয় উইকেট। ২৯ রান করে ফিরলেন সাদমান ইসলাম। উমেশের বলে ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সাদমান। ১৪.২ ওভার শেষে বাংলাদেশ ৩৮/৫!
2:06 PM, 22 Nov

উমেশের পর কামাল শামির। শামির বলে প্লে-ডাউন হলেন মুশফিকুর। বাংলাদেশের চতুর্থ উইকেটের পতন। বাংলাদেশে ২৬/৪। মুশফিকুর আউট হলেন ০ রানে। ক্রিজে এলেন মাহমুদুল্লাহ।
1:57 PM, 22 Nov

আবার আউট!!! ওভারের তৃতীয় বলে বাংলাদেশের তৃতীয় উইকেটে পতন। মিথুনকে বোল্ড করলেন উমেশ যাদব। মহম্মদ মিথুন ফিরলেন ০ রানে।১০.৩ ওভার শেষে বাংলাদেশ ১৭/৩।
1:55 PM, 22 Nov

পয়া মাঠে দুরন্ত ক্যাচ রোহিত শর্মার। ১১তম ওভারে উমেশের বলে স্লিপে অবিশ্বাস্য ক্যাচে বঙ্গ অধিনায়ক মমিলউলকে সাজঘরে পাঠালেন হিটম্যান। বাংলাদেশ অধিনায়ক মমিলউল আউট হলেন ০ রানে।
1:36 PM, 22 Nov

৭ ওভার শেষে বাংলাদেশ ১৫/১
1:33 PM, 22 Nov

ঐতিহাসিক দিন রাতের টেস্টে ভারতের হয়ে গোলাপি বলে প্রথম উইকেট নিলেন ইশান্ত শর্মা।
1:32 PM, 22 Nov

আবার আবেদন। ওভারের তৃতীয় বলে এবার ইমরুলের বিরুদ্ধে এলবিডব্লিউয়ের আবেদন। আউট ইমরুল। রিভিউ নিলেও শেষ পর্যন্ত হকআইতে বল স্টাম্প ছুঁয়েছে ধরা পড়ে।
1:29 PM, 22 Nov

ফিল্ড আম্পায়ার আউট দিয়ে বসেন। যদিও পরে রিভিউ নিয়ে নট আউট থাকেন কায়েস।
1:29 PM, 22 Nov

সপ্তম ওভারের ইশান্তের প্রথম বলে ইমরুল কায়েসের বিরুদ্ধে আউটের জোড়ালো আবেদন।
1:13 PM, 22 Nov

৩ ওভার শেষে বাংলাদেশ ৫/০।
1:01 PM, 22 Nov

দেখে নিন হাসিনার সঙ্গে ভারতীয় দলের পরিচয় করিয়ে দিলেন সৌরভ-বিরাট
1:00 PM, 22 Nov

ভারতের হয়ে ঐতিহাসিক টেস্টে পিঙ্ক বলে প্রথম বলটি করলেন ইশান্ত শর্মা।
12:56 PM, 22 Nov

১) সাদমান ইসলাম ২) ইমরুল কায়েস ৩) মমিনউল হক (অধিনায়ক) ৪) মহম্মদ মিথুন ৫) মুশফিকুর রহিম ৬) মাহমুদুল্লাহ রিয়াদ ৭) লিটন দাস( উইকেটকিপার) ৮) নইম হাসান ৯) আবু জায়েদ ১০)আল-আমিন হোসেন ১১) এবাদাত হোসেন
12:55 PM, 22 Nov

বাংলাদেশ দলে এদিন দুটি পরিবর্তন রয়েছে, তাইজুলের পরিবর্তে দলে এলেন আল আমিন, অন্য়দিক মেহেদির পরির্তে দলে এলেন নইম হাসান
12:55 PM, 22 Nov

১) রোহিত শর্মা ২)মায়াঙ্ক আগারওয়াল ৩) চেতেশ্বর পূজারা ৪)বিরাট কোহলি (অধিনায়ক) ৫) অজিঙ্ক রাহানে (সহঅধিনায়ক) ৬) রবীন্দ্র জাদেজা ৭) ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার) ৮) উমেশ যাদব ৯) রবিচন্দ্রন অশ্বিন ১০) মহম্মদ শামি ১১) ইশান্ত শর্মা
12:54 PM, 22 Nov

এদিন ইন্দোর টেস্টের দল ধরে রেখেই মাঠে নামল ভারত
12:38 PM, 22 Nov

ইডেনে টস জিতে ব্যাটিং নিল বাংলাদেশ দল। পিঙ্ক বল টেস্টে প্রথমে ব্যাটিং করবে মমিনউলরা।
READ MORE

English summary
Sports Live: Sports news update of 22 november 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X