For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২৩ সালের ৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলবন! স্বপ্ন দেখছেন শ্রীসন্থ

২০২৩ সালের ৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলবন! স্বপ্ন দেখছেন শ্রীসন্থ

  • |
Google Oneindia Bengali News

২০২৩ সালে বিশ্বকাপে খেলার ক্ষমতা রাখেন! নির্বাসন ওঠার আগে ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে এমন আশা রাখলেন শান্তাকুমারন শ্রীসন্থ।

সেপ্টেম্বরে নির্বাসন শেষ

সেপ্টেম্বরে নির্বাসন শেষ

চলতি বছরের সেপ্টেম্বরে ফিক্সিং কাণ্ডের জন্য নির্বাসন পর্বের মেয়াদ শেষ হচ্ছে। এরপর ফিটনেস পরীক্ষায় পাশ করলে কেরলের হয়ে খেলার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আসন্ন মরসুমে রঞ্জি ট্রফির ম্যাচে কেরলের হয়ে বাইশ গজে মাঠে নামতে পারেন দেশকে দুবার বিশ্বকাপ(২০০৭,২০১১) দেওয়া পেসার।

কবে শেষ শ্রীসন্থের নির্বাসন

কবে শেষ শ্রীসন্থের নির্বাসন

২০১৩ আইপিএলে রাজস্থান রয়্যালস ফ্যাঞ্চাইজিতে খেলার সময় শ্রীসন্থ তাঁর দুই সতীর্থ অজিত চান্ডিলা এবং অঙ্কিত চহ্বনকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।। এরপর সেবছর অগাস্টে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড শ্রীসন্থকে চিরনির্বাসিত করেছিল।

নির্বাসন কমে ৭ বছর

নির্বাসন কমে ৭ বছর

এই সিদ্ধান্তের বিরুদ্ধে শ্রীসন্থ আইনি লড়াই চালিয়ে যান। ২০১৫ সালে দিল্লির এক আদালত তাঁকে অভিয়োগ থেকে মুক্তি দেয়। ২০১৮ সালে কেরল হাইকোর্ট বোর্ডের নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিলেও হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ নির্বাসনের রায় বহাল রাখে। এরপর শ্রীসন্থ তখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট শাস্তি কমানোর পক্ষে নির্দেশ দিলে, বিসিসিআই শ্রীসন্থকে সাত বছরের জন্য নির্বাসিত করে। চলতি বছরের সেপ্টেম্বরে সেই নির্বাসন উঠতে চলেছে।

শ্রীসন্থ যা জানিয়েছেন

শ্রীসন্থ যা জানিয়েছেন

এরপর শ্রীসন্থ ফিট থাকলে তাঁকে রঞ্জি দলে নেওয়া হবে বলে কেরলের কোচ জানিয়েছেন। শুধু রঞ্জি খেলা নিয়ে নন,শ্রীসন্থ ৪০ বছর বয়সেও ২০২৩ সালে দেশের হয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে স্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন। শ্রীসন্থ জানিয়েছেন, ' আমার দৃঢ় বিশ্বাস যে আমার মধ্যে ২০২৩ সালের বিশ্বকাপ খেলার ক্ষমতা রয়েছে। '

ত্রাণের কাজে সাহায্য করতে গিয়ে পুরো পরিবারসহ করোনা আক্রান্ত 'নাগিন ডান্স' আবিষ্কার করা ক্রিকেটারত্রাণের কাজে সাহায্য করতে গিয়ে পুরো পরিবারসহ করোনা আক্রান্ত 'নাগিন ডান্স' আবিষ্কার করা ক্রিকেটার

English summary
Sreesanth believes he can play for India in the 2023 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X