For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবার কোর্টের দুয়ারে শ্রীসন্থ, ক্রিকেটে ফিরতে চান কেরল পুত্র

আবার কেরল হাইকোর্টের দ্বারস্থ হলেন শ্রীসন্থ। এবার তাঁর কী চাই। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বোর্ডের ওপর তাঁর আর বিশ্বাস নেই। তাই ফের একবার কোর্টের দ্বারস্থ হলেন শ্রীসন্থ। কেরল হাইকোর্টে ফের এক পিটিশন দায়ের করেছেন প্রাক্তন এই স্পিডস্টার। স্কটল্যান্ডের প্রিমিয়ার লিগে গ্লেনরথেসের হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন তিনি। কিন্তু এরজন্য ভারতীয় বোর্ডের নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি তাঁর লাগবে।

আবার কোর্টের দুয়ারে শ্রীসন্থ, ক্রিকেটে ফিরতে চান কেরল পুত্র

কেরল হাইকোর্টে পিটিশন দায়ের করে শ্রীসন্থ বলেছেন মহামাণ্য হাইকোর্ট যেন তাঁর বিষয়টি দেখে। তাঁর আবেদন কোর্ট যেন বিসিসিআইকে নির্দেশ দেয় শ্রীসন্থকে দ্রুত এনওসি দিয়ে দেওয়ার বিষয়ে। শ্রীসন্থের আশঙ্কা বোর্ড কোনওভাবেই তাঁকে নিজের থেকে এনওসি দেবে না। তিনি যেন ক্রিকেটটা খেলতে পারেন সে বিষয়ে কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি।

আবার কোর্টের দুয়ারে শ্রীসন্থ, ক্রিকেটে ফিরতে চান কেরল পুত্র

সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে এই প্রিমিয়ার লিগ শুরু হবে। তার আগে ছাড়পত্র পেতে মরিয়া শ্রীসন্থ। ২০১৩ স্পট ফিক্সিং মামলায় অভিযুক্ত হয়ে ক্রিকেট থেকে নির্বাসিত হন শ্রীসন্থ। কিন্তু ৭ অগাস্ট কেরল হাইকোর্ট শ্রীসন্থের ওপর থেকে আজীবন নির্বাসন তুলে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইকে। এরপর থেকেই খেলায় ফেরার স্বপ্ন দেখছেন কেরলের এই পেসার।

English summary
Sreesanth moves to court for noc to play in scotland
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X