For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসন উঠতে চলেছে শ্রীসন্থের,কবে থেকে বাইশ গজে ফিরতে পারবেন জেনে নিন

২০১৩ সালে আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয়, ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন শান্তাকুমারন শ্রীসন্থ।

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালে আইপিএল স্পটফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোয়, ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হয়েছিলেন শান্তাকুমারন শ্রীসন্থ। ভারতীয় বোর্ডের কঠোর এই সিদ্ধান্ত নিয়ে একাধিকবার আদালতে আপিল করলেও বিসিসিআই নরম হয়নি। শেষ পর্যন্ত বোর্ডের কৃপায় ক্রিকেটে ফিরতে চলেছেন দক্ষিণী পেসার। তাঁর উপর থেকে আজীবন নির্বাসন তুলে নিতে চলেছে বিসিসিআই।

শাস্তির মেয়াদ কতদিন পর্যন্ত

শাস্তির মেয়াদ কতদিন পর্যন্ত

আইপিএল স্পটফিক্সিংয়ে নাম জড়িয়ে ভারতীয় ক্রিকেটের সম্মান খোয়ানোর জন্য শ্রীসন্থকে সাত বছরের নির্বাসনের শাস্তির ঘোষণা করেছে বিসিসিআই। বোর্ডের অম্বুডসম্যান এদিন এই শাস্তির কথা জানিয়েছেন। প্রসঙ্গত ২০১৩সালে আইপিএল স্পট ফিক্সিং কেলেঙ্কারি হয়েছিল। এরপর থেকে সবধরনের ক্রিকেট থেকে নির্বাসিত রয়েছেন শ্রীসন্থ। ইতিমধ্যেই সাত বছরের শাস্তির ৬ বছর পার হয়ে গিয়েছে। আরও এক বছর শ্রীসন্থের মাথার উপর শাস্তির খাঁড়া ঝুলবে।

নির্বাসন থেকে শ্রীসন্থের মুক্তি কবে?

নির্বাসন থেকে শ্রীসন্থের মুক্তি কবে?

বোর্ডের অম্বুডসম্যান ডি কে জৈন জানিয়ে দিয়েছেন, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শাস্তি পাচ্ছেন শ্রীসন্থ। সেক্ষেত্রে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শাস্তির মেয়াদ থাকবে। এরপর সবধরনের ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

 শ্রীসন্থ কি আর ক্রিকেট খেলার মতো অবস্থায় থাকবেন

শ্রীসন্থ কি আর ক্রিকেট খেলার মতো অবস্থায় থাকবেন

বর্তমানে শ্রীসন্থের বয়স ৩৬ বছর। ২০২০ সালে শ্রীসন্থ ৩৭ ছুঁয়ে ফেলবেন। সেক্ষেত্রে বাইশ গজে ফিরে তিনি কি আর ক্রিকেটকে উপভোগ করার মতো অবস্থায় থাকবেন? সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। দেশের জার্সিতে ক্রিকেটে ফেরা অসম্ভব। আইপিএলেও ৩৭-এর শ্রীসন্থকে কোনও ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখাবে না। সেক্ষেত্রে ফিট থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন শ্রীসন্থ। এক সময়ের দক্ষিণী পেসার অবশ্য় এই মুহূর্তে রুপোলি পর্দায় হাত পাকিয়েছেন।

English summary
Sreesanth's life ban reduces to 7 years, can play all forms of cricket from september 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X