For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ বছর পর পাকিস্তানে টেস্ট ক্রিকেট, পাক ভূমিতে শ্রীলঙ্কা দলকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তা

২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর জঙ্গি নাশকতার ঘটনার পর দশ বছর পার করে পাকভূমে ফের টেস্ট ক্রিকেটের আসর।

  • |
Google Oneindia Bengali News

২০০৯ সালে পাকিস্তানের মাটিতে শ্রীলঙ্কার ক্রিকেট দলের উপর জঙ্গি নাশকতার ঘটনার পর দশ বছর পার করে পাকভূমে ফের টেস্ট ক্রিকেটের আসর।

পাকিস্তান পৌঁছল শ্রীলঙ্কা

পাকিস্তান পৌঁছল শ্রীলঙ্কা

আগামী ১১ নভেম্বর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্ট খেলবে শ্রীলঙ্কা।সোমবার সকালে পাকিস্তানে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। সফরকারী শ্রীলঙ্কা দলকে রাষ্ট্রীয় অতিথির নিরাপত্তা দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের পাকিস্তান সফরে গিয়ে টি-টোয়েন্টি ও ওডিআই সিরিজ খেলেছে শ্রীলঙ্কা।

সিরিজের সূচি

সোমবার সকালে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে শ্রীলঙ্কা। এরপর হোটেল পৌঁছে পাক ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে শ্রীলঙ্কার দলের অধিনায়ক-কোচেরা সৌজন্য সাক্ষাৎ করেন। শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে টুইটে সেই ছবি পোস্ট করা হয়েছে। ১১ নভেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলার পর ১৯ ডিসেম্বর থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট খেলবে পাকিস্তান।

২০০৯ জঙ্গি হামলার পর পাকিস্তানে ক্রিকেটসফর প্রায় বন্ধ

২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার ঘটনায় আট সাধারণ নিহত হয়েছিলেন। বাসের মধ্যে ক্রিকেটাররা গুরুত্বর চোট পান। সেই ঘটনার পর নিরাপত্তার অভাবে কারণে ক্রিকেট বিশ্বের প্রথম সারির দলগুলি পাকভূমে ক্রিকেট সফর থেকে সরে আসে। ঘরের মাঠের ম্যাচগুলির ভেন্যু পাল্টে শেষ পর্যন্ত দুবাইয়ে ম্যাচ খেলতে বাধ্য হয় পাকিস্তান। ২০১৫ সালে প্রথম দল হিসেবে জিম্বাবোয়ে এরপর পাকিস্তান সফর করে।সফরে ওডিআই ও টি-টোয়েন্টি খেলছিল জিম্বাবোয়ে।

এই কারণে দলে নেই লকমল

টেস্ট সফরে আসার আগে ডেঙ্গি ধরা প়ড়ায় দল থেকে বাদ পড়েন পেসার সুরাঙ্গা লাকমল। পরিবর্ত ক্রিকেটার হিসেবে আসিথা ফার্নান্ডো পাকিস্তান উড়ে গিয়েছেন।

English summary
Sri Lanka team arrives in Pakistan for 2 match Test series
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X