For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়েন্টের খোঁজে শ্রী-হীন শ্রীলঙ্কা, পাল্টা দিতে তৈরি আফগানিস্তান

প্রত্য়াবর্তনের লড়াই, পয়েন্ট টেবিলে খাতা খোলার ম্য়াচ। মঙ্গলে বাইশ গজে আফগান-লঙ্কান ডুয়েল। এমনিতেই ১৯৯৬ বিশ্বকাপের রানার্স দল শ্রীলঙ্কাকে নিয়ে ইংল্য়ান্ডের মাটিতে এবার খুব একটা আলোচনা নেই।

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাবর্তনের লড়াই, পয়েন্ট টেবিলে খাতা খোলার ম্যাচ। মঙ্গলে বাইশ গজে আফগান-লঙ্কান ডুয়েল। এমনিতেই ১৯৯৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কাকে নিয়ে ইংল্যান্ডের মাটিতে এবার খুব একটা আলোচনা নেই।কারণ একটাই সাম্প্রতিক সময়ে লঙ্কান দল যেন শ্রী-হীন শ্রীলঙ্কা!

পয়েন্টের খোঁজে শ্রী-হীন শ্রীলঙ্কা, পাল্টা দিতে তৈরি আফগানিস্তান

সাম্প্রতিক সময়ে মালিঙ্গাদের জয় বলতে স্টকল্য়ান্ডের বিরুদ্ধে একটি ওয়ান ডে ,তার আগে দক্ষিণ আফ্রিকা,নিউজিল্যান্ডদের বিরুদ্ধে সিরিজে পর্যুদস্ত হওয়ার নমুনা রয়েছে শ্রীলঙ্কার। সঙ্গাকারা, জয়বর্ধনেদের উত্তরসূরিরা বিশ্বকাপের শুরুতে দুই প্রস্তুতি ম্যাচও হেরেছে। অভিযান ম্যাচেও নিউজিল্য়ান্ডের সামনে ধরাশায়ী হয়েছে ম্যাথিউসরা।

কার্ডিফে অধিনায়ক করুনারত্নে অর্ধশতরান করে দলকে টানলেও ফার্গুসন-হেনরিদের বোলিং দাপটের সামনে ৩০ ওভারের মধ্য়েই ১৩৬ রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কান ব্যাটিং। কার্ডিফের সেই সোফিয়া গার্ডেন্সেই মঙ্গলে মালিঙ্গাদের প্রতিপক্ষ আফগানিস্তান। অতীত ভুলে আইসিসি ব়্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে পিছনে থাকা আফাগানদের বিরুদ্ধে জয় দিয়ে রানির দেশে পয়েন্টে টেবিলের খাতা খুলতে মরিয়া করুনারত্নে অ্য়ান্ড কোম্পানি।

অন্যদিকে রশিদদের সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্য়াচ যেন সম্মানের লড়াই। পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি শুরু করার পর হেভিওয়েট অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে আফগানদের। এবার সামনে দুর্বল শ্রীলঙ্কা। রশিদ-নবিদের কাছে প্রথম পয়েন্ট তুলে নেওয়ার সেরা সুযোগ।


আফগান দল কারা হতে পারেন গেমচেঞ্জার-

মহম্মদ নবি-- আইসিসি'র অলরাউন্ডারদের ব়্যাঙ্কিংয়ে তিনে রয়েছেন।বোলিংয়ের পাশাপশি ব্যাটে ক্য়ামিও ইনিংসে হাত ভালো। লঙ্কান দলের বাঁ-হাতি ক্রিকেটারদের বিরুদ্ধে তাঁর অফ-ব্রেক ঠিক জায়গায় পরলে করুণারত্নদের চাপে ফেলতে পারে।

রশিদ খান- সোফিয়া গার্ডেন্সে রাশিদ ক্যাসিরমা কাজ করলে ধাক্কা খেতে পারে শ্রীলঙ্কা

হজরাতুল্লাহ ঝাঝাই- বাঁ-হাতি বিস্ফোরক ব্য়াটসম্য়ান। পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তুতিতে এক ওভারে পাঁচটি চার হাঁকিয়ে ইন্টারনেটে ছেয়ে যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট কথা বললে চাপে পড়তে পারে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা দলে কারা হতে পারেন গেমচেঞ্জার-

অবশ্য়ই কাপ্তান করুণারত্নে, শেষ ম্য়াচে অর্ধশতরান করেছেন।
প্রত্য়াশা রয়েছে মালিঙ্গার উপর, রানের খরা কাটিয়ে ব্যাটে দাপট দেখাতে চাইবেন ম্য়াথিউস।

[আরও পড়ুন:বিশ্বকাপের সমস্ত খবর দেখুন একনজরে]

English summary
Photographer takes stunning crowd catch in World Cup match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X