For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ ট্রফি দেওয়া নিয়ে শ্রীনি-কামাল দ্বৈরথ : জুনে বাংলাদেশ সফর বাতিল করবে ভারত!

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ ফাইনালে ট্রফি দিতে পারেননি বলে গতকালই ভারতীয় বোর্ড তথা আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনের বিরুদ্ধে তোপ দেগে আইসিসি সভাপতির পদ ছেড়েছেন বাংলাদেশের মন্ত্রিসভার সদস্য আহমেদ মুস্তাফা কামাল। আর তার জেরে আগামী জুন মাসে নির্ধারিত বাংলাদেশ সফর বাতিল করতে পারে ভারতীয় বোর্ড। এরকম খবর ঘিরেই তৈরি হয়েছে জোর জল্পনা।

জানা গিয়েছে, ঘটনার জেরে ক্ষুব্ধ ভারতীয় বোর্ড কর্তারা এক সপ্তাহের মধ্যেই তড়িঘড়ি বৈঠকে বসতে চলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বোর্ড কর্তা জানিয়েছেন, কামালের গতকালের বক্তব্যে শ্রীনিবাসন তথা বিসিসিআইকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে বৈঠক আবশ্যক হয়ে পড়েছে।

বিশ্বকাপ ট্রফি দেওয়া নিয়ে শ্রীনি-কামাল দ্বৈরথ : জুনে বাংলাদেশ সফর বাতিল করবে ভারত!


তাহলে কি কামালের বক্তব্যের জেরে আগামী জুনে বাংলাদেশ সফর বাতিল করতা চলেছে বিসিসিআই! জল্পনা তৈরি হয়েছে ক্রিকেট মহলে।

আইসিসির নিয়মনীতি অগ্রাহ্য করে গত রবিবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে মাইকেল ক্লার্কের হাতে কাপ তুলে দেন শ্রীনিবাসন যা সভাপতি হিসেবে দেওয়ার কথা ছিল কামালের। ফলে বুধবার দেশে ফিরে সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার পর আইসিসি চেয়ারম্যান শ্রীনিবাসনকেই কড়া ভাষায় আক্রমণ করেন মুস্তাফা কামাল।

যার জেরেই ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে সরে যেতে হলেও এখনও ভারতীয় বোর্ডে শ্রীনির যথেষ্ট প্রভাব রয়েছে। তাঁর অনুগামীরা বিষয়টিকে বোর্ডের অপমান বলে ব্যাখ্যা করে বৈঠকের তদ্বির করেছেন বলে সূত্রের খবর। তবে অন্য শিবিরের বক্তব্য, কামাল বিসিসিআইকে নয়, শ্রীনিকে আক্রমণ করেছেন। তাঁর যা রোষ তা শ্রীনির বিরুদ্ধে ফলে সফর বাতিলের কোনও প্রশ্নই ওঠে না।

আগামী সপ্তাহে বোর্ডের বৈঠকেই অবশ্য পুরো চিত্রটা পরিষ্কার হবে।

English summary
Srini vs kamal duel : BCCI likely to call emergency meeting ahead of Bangladesh tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X