For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলঙ্কিত পাক ক্রিকেট, দশ বছরের জন্য নির্বাসিত তারকা পাক ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে দশ বছরের জন্য নির্বাসিত নাসির জামশেদ।

Google Oneindia Bengali News

ফের কলঙ্কিত পাকিস্তানী ক্রিকেট। দশ বছরের জন্য নির্বাসিত হলেন পাকিস্তানের ক্রিকেটার নাসির জামসেদ। ২০১৭ পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিং-এর সঙ্গে যুক্ত থাকায় নির্বাসিত করা হল নাসিরকে।

কলঙ্কিত পাক ক্রিকেট, দশ বছরের জন্য নির্বাসিত তারকা পাক ক্রিকেটার

পাকিস্তান ক্রিকেট বোর্ডের অ্যান্টি কোরাপশন কোড ভঙ্গ করায় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয় নাসিরকে। ২০১৭ সালে ডিসেম্বর পর্যন্ত লাঘু থাকে সেই নির্বাসন।

নাসির জামশেদের নির্বাসনের বিষয়ে পিসিবি-এর আইনজীবি তাফাজুল রিজভি বলেন, 'নাসিরের বিরুদ্ধে একাধিক যে অভিযোগগুলি ছিল তা প্রমাণিত হয়েছে এবং দশ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। নির্বাসনে থাকাকালীন এবং নির্বাসনের পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না নাসির। শুধু ক্রিকেটই নয়, ক্রিকেট প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখতে পারবেন না নাসির।'

পাক ব্যাটসম্যান শারজিল খান এবং খালিদ লতিফকে পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। অন্য দিকে, মহম্মদ ইরফান এবং মহম্মদ নওয়াজকে এক বছর দু'মাসের জন্য নির্বাসিত করা হয়েছে।

পাকিস্তানের জার্সিতে ৪৮টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন নাসির। পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দু'টি টেস্টে। দেশের হয়ে খেলেছেন ১৮টি টি২০ ম্যাচও। দেশের হয়ে ওডিআই ক্রিকেটে তিনটি শতরান রয়েছে নাসির জামশেদের।

English summary
Pakistan batsman Nasir Jamshed has been banned for 10 years by an anti-corruption tribunal for his role in the spot-fixing scandal that engulfed the Pakistan Super League.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X