For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিও, ফেসবুক, গুগলদের হারিয়ে জয়ী স্টার স্পোর্টস, রেকর্ড অর্থে পেল বিসিসিআই-এর সম্প্রচার সত্ত্ব

একেই বলে 'ওস্তাদ'-এর মার। যার এক প্যাঁচেই ছিটকে বেরিয়ে গেল জিও থেকে শুরু করে সোনি টিভি। স্টার স্পোর্টস বুঝিয়ে দিল ক্রীড়াক্ষেত্রে এখনও তারা এক নম্বর ব্রডকস্টার সংস্থা।

Google Oneindia Bengali News

একেই বলে 'ওস্তাদ'-এর মার। যার এক প্যাঁচেই ছিটকে বেরিয়ে গেল জিও থেকে শুরু করে সোনি টিভি। স্টার স্পোর্টস বুঝিয়ে দিল ক্রীড়াক্ষেত্রে এখনও তারা এক নম্বর ব্রডকস্টার সংস্থা। রেকর্ড অর্থে বিসিসিআই-এর দুই দেশের সিরিজের সমস্ত সত্ত্ব ৫ বছরের জন্য ব্যাগে পুরে নিল রূপাক মার্ডাকের সংস্থা স্টার স্পোর্টস।

জিও, ফেসবুক, গুগলদের হারিয়ে জয়ী স্টার স্পোর্টস, রেকর্ড অর্থে পেল বিসিসিআই-এর সম্প্রচার সত্ত্ব

২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিসিসিআই-এর দুই দেশের সিরিজের টেলিভিশন সম্প্রচার ও ডিজিটাল সম্প্রচার সত্ত্ব কিনে নিয়েছে স্টার স্পোর্টস। এর জন্য বিসিসিআই-কে তাঁরা ৬১৩৮.১ কোটি টাকা দেবে।

সম্প্রচার সত্ত্ব কারা পাবে তা নিয়ে গত তিন দিন ধরে লাগাতার লড়াই হয়েছে। প্রতিটি মুহূর্তে উত্তেজনা ছিল চরমে। কারণ, সম্প্রচার সত্ত্ব পাওয়ার এই ই-অকশন লড়াইয়ে সামিল হয়েছিল সোনি এবং রিলায়েন্স জিও। এরা সকলেই টেলিভিশন ও ডিজিটাল সত্ত্ব পাওয়াল লড়াই চালাচ্ছিল। শুধুমাত্র ডিজিটাল সত্ত্বের জন্য লড়াইয়ে নেমেছিল গুগুল ও ফেসবুক। কিন্তু, যোগ্যতা মান না পার করতে পারায় তারা প্রাথমিক স্তরেই বাদ পড়ে যায়।

বিসিসিআই এবারই প্রথম ই-অকশন-এর সত্ত্ব বিক্রির প্রক্রিয়া চালু করল। ২০১২ থেকে ১৮ সালে দেশে খেলা দুই দেশের ম্যাচের সম্প্রচার বাবদ স্টার স্পোর্টস ৩৮৫১ কোটি টাকা দিয়েছিল বিসিসিআই-কে। এবার সেই তুলনায় এবার দ্বিগুণ অর্থ দিচ্ছে স্টার স্পোর্টস।

এই সত্ত্ব পাওয়ার সঙ্গে এই মুহূর্তে বিশ্বে ক্রিকেট ম্যাচ সম্প্রচারে একচ্ছ্বত্র অধিপতি হল স্টার স্পোর্টস। ইতিমধ্যেই স্টার স্পোর্টস-এর হাতে রয়েছে ১৬,৩৪৭ কোটি টাকা মূল্যের সম্প্রচার সত্ত্ব। আইসিসি আয়োজিত সমস্ত ক্রিকেট ম্যাচের সত্ত্ব পেয়েছে স্টার স্পোর্টস। এরমধ্যে রয়েছে পুরুষ ও মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেট ও টি-২০ বিশ্বকাপ।

বিসিসিআই-এর সম্প্রচার সত্ত্ব বিক্রি হওয়া নিয়ে প্রথম দিনের ই-অকশন-এর শেষ দর উঠেছিল ৪৪৪২ কোটি টাকা। বুধবার তা ৬০০০ কোটি টাকা-তে পৌঁছয়। গুগল ও ফেসবুক-সহ ৬টি সংস্থা ২০১৮-র মার্চ থেকে ২০২৩ পর্যন্ত ১০২টি ম্যাচের সম্প্রচার সত্ত্বের জন্য় লড়াই করছিল। তবে, যাবতীয় শর্ত প্রয়োগ করে দেখা যায় স্টার স্পোর্টস, জিও, সোনি নেটওয়ার্কস-কে অনলাইন ফিনান্সিয়াল নিলামের জন্য যোগ্য বলে নির্বাচিত করা হয়েছিল।

English summary
Star Sports will telecast the bilateral series of BCCI for next five years. This sports broadcasting company has bagged the the television and digital telecasting rights with Rs 6138.1 crore. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X