For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ঘরে থাকুন, সুস্থ থাকুন', বার্তা বিরাট-অনুষ্কা থেকে আফ্রিদি-পিটারসেনের

'ঘরে থাকুন, সুস্থ থাকুন', বার্তা বিরাট-অনুষ্কা থেকে আফ্রিদি-পিটারসেনের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে দিশেহারা মানুষ। মারণ ভাইরাসে প্রভাবিত বিশ্বের ক্রীড়া ক্ষেত্র। আপদকালীন পরিস্থিতিতে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলিও। পরিস্থিতির ভয়াবহতায় আরও আতঙ্কিত হয়ে পড়ছেন বিশ্ববাসী। এমতাবস্থায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার বার্তা নেটিজেনদের মন কিনেছে। পাকিস্তানি লেজেন্ড শাহিদ আফ্রিদির পরামর্শ ও ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটসম্যান কেভিন পিটারসেনের হিন্দি বার্তাও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

টিসিএস থেকেও বিদায় সাইরাস মিস্ত্রির

টিসিএস থেকেও বিদায় সাইরাস মিস্ত্রির

টাটা কনসালটেন্সি সার্ভিসের ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হল সাইরাস মিস্ত্রিকে। শেয়ার হোল্ডারদের বৈঠকের পরই এই সিদ্ধান্ত জানানো হয়েছে। সবার প্রথমে টাটা সন্সের চেয়ারম্যানের পদ থেকে তাঁকে সরানো হয়। যা নিয়ে বিতর্কের সূত্রপাত।

লাগামছাড়া করোনা

লাগামছাড়া করোনা

নোবেল করোনায় আক্রান্ত বিশ্বের ১৮২টি দেশ। প্রাণ হারিয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষে পৌঁছেছে। করোনার জেরে ভারতে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন ২০০ জনেরও বেশি মানুষ। পাকিস্তানে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৩ জন। আক্রান্তের সংখ্যা ৪৫৬।

রিজিজুর যুক্তি

রিজিজুর যুক্তি

কিরেন রিজিজু তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। এরপরে ফের তিনি জানিয়েছেন যে বাঁধ নির্মাণের কাজের সমস্ত পেমেন্ট কংগ্রেস সরকারের আমলে হয়েছে।

'ঘরে থাকুন, সুস্থ থাকুন'

এই বিপদসঙ্কুল পরিস্থিতিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার বার্তা দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মা। করোনার প্রভাব থেকে বাঁচতে মানুষকে ঘরে থাকারও পরামর্শ দিয়েছেন দুই রথি। বলেছেন, নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখতে জনবহুল এলাকা থেকে বিচ্ছিন্ন থাকাই একমাত্র পথ।

পুরনো নোট উদ্ধার

পুরনো নোট উদ্ধার

দিল্লির করোল বাগের একটি হোটেল থেকে ৩ কোটি ২৫ লক্ষ টাকার পুরনো নোট উদ্ধার করল আয়কর দফতর ও অপরাধ দমন শাখার অফিসাররা।

আফ্রিদির বার্তা

স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদকে অটুঁট রাখতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদার বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছেন, হাঁচি, কাশির পর হাত ভালো করে সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে পরিস্কার করতে হবে। হাঁচি কিংবা কাশির সময় নাক ও মুখ টিস্যু পেপার দিয়ে ঢেকে, সেটি ডাস্টবিনে ফেলে দেওয়ার বার্তাও দিয়েছেন শাহিদ। খাওয়ার আগে এবং পরে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ারও পরামর্শ দিয়েছেন পাক লেজেন্ড।

সংসদে মুখ খুললেন নরেন্দ্র মোদী

সংসদে মুখ খুললেন নরেন্দ্র মোদী

নোট বাতিল নিয়ে সারা দেশে হইহইয়ের মধ্যে বিরোধীদের প্রবল চাপকে অগ্রাহ্য করে এতদিন সংসদে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সম্ভবত তিনি মুখ খুলতে পারেন।

পিটারসেনের হিন্দি বার্তা

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের হিন্দি বার্তা ভারতীয় নেটিজেনদের মন জয় করেছে। কেপি লিখেছেন, 'নমস্তে ইন্ডিয়া। হাম সব করোনা ভাইরাস কো হারানে মে একসাথ হ্যায়। হাম সব আপনি আপনি সরকার কী বাত কা নির্দেশ করে অর ঘর মে কুছ দিনো কে লিয়ে রাহে। ইয়ে সময় হ্যায় হোশিয়ার রাহানে কা।'

স্ত্রীকে খুন করার পর বিষপান, মৃত্যু খুনি স্বামীর

স্ত্রীকে খুন করার পর বিষপান, মৃত্যু খুনি স্বামীর

স্ত্রীকে গলা টিপে খুন করার পর নিজেও বিষ খেয়ে জ্ঞান হারিয়েছিলেন স্বামী। ন'ঘণ্টা অচৈতন্য হয়ে বাড়িতে পড়ে থাকার পর টলতে টলতে তালতলা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পুলিশকে জানান, স্ত্রীকে খুন করেছেন তিনি। নিজেও বিষ খেয়েছেন। শেষপর্যন্ত ওই খুনি স্বামীরও মৃত্যু হল। মঙ্গলবার রাতে আরজি কর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কেন্দ্রের দিশাহীন নীতি, মোদীকে তোপ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের দিশাহীন নীতি, মোদীকে তোপ মুখ্যমন্ত্রীর

নোট বাতিল কাণ্ডে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় দেশের প্রধানমন্ত্রী। আবার তিনি তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের দিশাহীন নীতির বিরুদ্ধে। এক টুইট-বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, কেন্দ্রের দিশাহীন নীতির শিকার দেশের কোটি কোটি মানুষ। এটা জাতীয় বিপর্যয়। কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী সিদ্ধান্তের ফল ভোগ করতে হচ্ছে দেশের গরিব মানুষকে।

রিলায়েন্স কর্তা রহস্য মৃত্যু

রিলায়েন্স কর্তা রহস্য মৃত্যু

রিলায়েন্স কর্তা অবনীমোহন সিনহার রহস্য মৃত্যু। নিউটাউনে ফ্ল্যাটের নীচে থেকে তাঁর দেহ উদ্ধার হয়। নিজের বাড়ির ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। খতিয়ে দেখা হচ্ছে অন্য কারণগুলিও। এলাকায় উত্তেজনা। পুলিশ তাঁর দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

 কিশোরভারতী স্টেডিয়ামে রাখা ফিল্ডটার্ফে আগুন

কিশোরভারতী স্টেডিয়ামে রাখা ফিল্ডটার্ফে আগুন

কিশোরভারতী স্টেডিয়ামে রাখা ফিল্ডটার্ফে আগুন । পিকনিক চলার সময় সিগারেটের টুকরো থেকে আগুন ছড়ায়। ফিল়্টার্ম পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। যুবভারতী স্টেডিয়াম থেকে এই ফিল্ট টার্ফ তুলে রাখা হয়েছিল। ঠিক হয়েছিল কিশোরভারতী স্টেডিয়ামে বসানো হবে। সে কারণেই রাখা ছিল। আজ পকিনিকের অসতর্কতায় তা পুড়ে নষ্ট হয়ে গেল। আগুন নিয়ন্‌রণে এসেছে ঘণ্টা খানেকের চেষ্টায়।

নতুন ডিজিটাল রেশন কার্ড

নতুন ডিজিটাল রেশন কার্ড

শুক্রবার থেকেই রাজ্যবাসীর হাতে আসতে চলেছে নতুন ডিজিটাল রেশন কার্ড। রাজ্য খাদ্য দফতর সূত্রে এমন তথ্য জানা গিয়েছে। সেজন্য জেলার বিভিন্ন খাদ্য দফতরগুলিতে নতুন ডিজিটাল রেশন কার্ড পৌঁছে গিয়েছে।

ঘুড়ির মাঞ্জার উপরে ব্যান

ঘুড়ির মাঞ্জার উপরে ব্যান

ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল সারা দেশে ঘুড়ির মাঞ্জার উপরে ব্যান আরোপ করল। অন্তর্বর্তী সময়ের জন্য কাঁচের গুড়ো মেশানো মাঞ্জাকে ব্যান করে জানানো হয়েছে, ঘুড়ির সুতোয় লাগানো কড়কড়ে মাঞ্জা মানুষ, পশু ও বিশেষ করে পাখির জন্য বিশেষ ভয়ের কারণ।

করোনা আতঙ্কে জাপানে স্বাগত অলিম্পিকের মশাল, তবে গেমসের ভবিষ্যত!করোনা আতঙ্কে জাপানে স্বাগত অলিম্পিকের মশাল, তবে গেমসের ভবিষ্যত!

English summary
'Stay home, Stay safe', appels comes form Virat-Anushka to Afridi-Pitersen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X